ক্যানিং আপ লাইনে ফাটল, রক্ষা পেলো যাত্রীরা

ক্যানিং আপ লাইনে ফাটল, রক্ষা পেলো যাত্রীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
রক্ষা

ক্যানিং আপ লাইনে ফাটল, রক্ষা পেলো যাত্রীরা।  ক্যানিং শাখার আপ লাইনে ফাটল দেখা যাওয়ায় আধঘণ্টা বন্ধ রইল ওই শাখার ট্রেন চলাচল। রল্পের জন্য রক্ষা পেল আপ ক্যানিং-সোনারপুর লোকালের যাত্রীরা। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮-৩০টায় কালিকাপুর ও বিদ্যাধরপুর ষ্টেশনের মাঝে।

 

এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন লাল কাপড় দেখিয়ে ট্রেনটিকে দাঁড় করান। খবর দেওয়া হয় সোনারপুর জি আর পি থানায় ও রেলের আধিকারিকদের। রেলের ইঞ্জিনিয়ররা ও পুলিশ ঘটনাস্থলে যায়। দ্রুততার সঙ্গে লাইন মেরামত করা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ৮-৩০ নাগাদ কালিকাপুর-বিদ্যাধরপুর স্টেশনের মাঝে আপ লাইনে ফাটল দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেই সময় আপ ক্যানিং লোকাল সোনারপুরের দিকে যাচ্ছিল। স্থানীয় মানুষজন লাল কাপড় নিয়ে ছুটে যায়। ট্রেনের চালক ও গার্ড নেমে পড়েন ট্রেন থামিয়ে। পূর্ব রেলের এক আধিকারিক বলেন, তীব্রতার জেরে এই ঘটনা ঘটেছে বলে অনুমান।

 

আর ও পড়ুন      বক্সার জঙ্গলে খোঁজ মিললো রয়েল বেঙ্গল টাইগারের

 

উল্লেখ্য, ক্যানিং আপ লাইনে ফাটল, রক্ষা পেলো যাত্রীরা।  ক্যানিং শাখার আপ লাইনে ফাটল দেখা যাওয়ায় আধঘণ্টা বন্ধ রইল ওই শাখার ট্রেন চলাচল। রল্পের জন্য রক্ষা পেল আপ ক্যানিং-সোনারপুর লোকালের যাত্রীরা। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮-৩০টায় কালিকাপুর ও বিদ্যাধরপুর ষ্টেশনের মাঝে।এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন লাল কাপড় দেখিয়ে ট্রেনটিকে দাঁড় করান। খবর দেওয়া হয় সোনারপুর জি আর পি থানায় ও রেলের আধিকারিকদের।

 

রেলের ইঞ্জিনিয়ররা ও পুলিশ ঘটনাস্থলে যায়। দ্রুততার সঙ্গে লাইন মেরামত করা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ৮-৩০ নাগাদ কালিকাপুর-বিদ্যাধরপুর স্টেশনের মাঝে আপ লাইনে ফাটল দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সেই সময় আপ ক্যানিং লোকাল সোনারপুরের দিকে যাচ্ছিল। স্থানীয় মানুষজন লাল কাপড় নিয়ে ছুটে যায়। ট্রেনের চালক ও গার্ড নেমে পড়েন ট্রেন থামিয়ে। পূর্ব রেলের এক আধিকারিক বলেন, তীব্রতার জেরে এই ঘটনা ঘটেছে বলে অনুমান।

 

উল্লেখ্য, ক্যানিং আপ লাইনে ফাটল, রক্ষা পেলো যাত্রীরা।  ক্যানিং শাখার আপ লাইনে ফাটল দেখা যাওয়ায় আধঘণ্টা বন্ধ রইল ওই শাখার ট্রেন চলাচল। রল্পের জন্য রক্ষা পেল আপ ক্যানিং-সোনারপুর লোকালের যাত্রীরা। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮-৩০টায় কালিকাপুর ও বিদ্যাধরপুর ষ্টেশনের মাঝে। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন লাল কাপড় দেখিয়ে ট্রেনটিকে দাঁড় করান। খবর দেওয়া হয় সোনারপুর জি আর পি থানায় ও রেলের আধিকারিকদের। রেলের ইঞ্জিনিয়ররা ও পুলিশ ঘটনাস্থলে যায়। দ্রুততার সঙ্গে লাইন মেরামত করা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top