বাসের ধাক্কায় মৃত্যু এক সাইকেল আরোহীর l মৃত ব্যাক্তির নাম সাত্তার বিশ্বাস l বাড়ি হরিহরপাড়ায় ,বুধবার দুপুরে হরিহরপাড়া ব্যাঙ্ক থেকে বৃদ্ধ ভাতার টাকা তুলে সাইকেলে করে বাড়ি ফেরার সময় বহরমপুর গামী একটি বেসরকারি বাস ধাক্কা মারে l স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন l চালক সহ ঘাতক লরিটি পলাতক l পুলিশ মৃতদেহ উদ্ধার করে মাইনা তদন্তে পাঠিয়েছে l