শিলিগুড়ির পিসি মিত্তাল বাস স্ট্যান্ডকে ঢেলে সাজানোর পরিকল্পনা

শিলিগুড়ির পিসি মিত্তাল বাস স্ট্যান্ডকে ঢেলে সাজানোর পরিকল্পনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মিত্তাল

শিলিগুড়ির প্রাচীন পিসি মিত্তাল বাস স্ট্যান্ডকে ঢেলে সাজানোর পরিকল্পনা পুরো নিগমের। পিপিই মডেলে হাইড্রোলিক পার্কিং সহ বৈদ্যুতিক আন্ডারগ্রাউন্ড কেবলিং করে অত্যাধুনিক ভাবে শহরের কেন্দ্রে থাকা বাস স্ট্যান্ডটিকে গড়তে চায় পুরনিগম। বুধবার শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে বাসস্ট্যান্ড কর্তৃপক্ষের তরফে পিত্তল গ্রুপ ও বৈদ্যুতিক বিভাগ এবং পুর প্রশাসক বোর্ডের সঙ্গে বৈঠক হয়।

 

বৈঠকের পর শিলিগুড়ি পুরো নিগমের পুরো প্রশাসক গৌতম দেব বলেন- পুর নিগমের তরফে পিসি মিত্তল বাসস্ট্যান্ডের সাজিয়ে তোলার একটি পরিকল্পনা রয়েছে। তবে সেক্ষেত্রে এলাকায় থাকা একটি বিরাট অংশজুড়ে হাই টেনশন লাইন থাকায় তা করানোর বিষয়টি নিয়ে বৈদ্যুতিক বিভাগের সঙ্গে কথা হয়েছে। তারা তা সরিয়ে দেব প্রশাসনিক বোর্ডের সদস্য রঞ্জন সরকার জানান পুরো নিগমের সঙ্গে পিপিপি মডেলে পিসি মিত্তল বাস স্ট্যান্ডটি রয়েছে।

 

বহুদিন ধরে পূর্ব বোর্ডের আমলে রক্ষনা বেক্ষন হয়নি। বাস স্ট্যান্ডটিতে হাইটেনশনের একটা বড় পোল ঢোকার মুখে একটা বড় অংশ দখল করে রয়েছে। আন্ডারগ্রাউন্ড কেবলিং করে তোলা হবে গোটা বাস টার্মিনালটিকে। হাইটেনশন লাইন সরানোর জন্য যে পরিমান জমি বৈদ্যুতিক বিভাগের প্রয়োজনিয়তা রয়েছে। এ কাজের জন্য বাস স্ট্যান্ড কর্তৃপক্ষ তাদের একটি জমি বৈদ্যুতিক বিভাগকে দিতে রাজি হয়েছেন।

 

বাস টার্মিনালটি সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড কেবলিং হয়ে গেলে ওপরে ও নিচে যাতে একসঙ্গে অধিক সংখ্যক বাস রেখে যাত্রী ওঠানামা করতে পারে সেজন্য হাইড্রোলিক পার্কিংয়ের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়টিকে গুরুত্ব দিও অত্যাধুনিক ভাবে সাজিয়ে তোলার চিন্তাভাবনা রয়েছে পুরো নিগমের। সম্প্রতি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বাস গুলিকে বাসস্ট্যান্ডে ঢোকার ক্ষেত্রে হেনস্থার সম্মুখীন হতে হয় এমন অভিযোগ ওঠে।

 

আর ও পড়ুন    ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেল বাংলার দুর্গাপুজোপ্রাচীন

 

এদিন সে বিষয়টিকে এদিনের অলোচনায় রেখে একই সঙ্গে যাতে সরকারি এবং বেসরকারি বাসের পরিষেবা টার্মিনাল থেকে যাত্রীরা পান তার ওপর নজর আরোপ করা হয়েছে বলে জানান রঞ্জনবাবু। অন্যদিকে কালিপুজোর সময় তে শিলিগুড়ি শহরের পুরো নিগমের ৩৪নাম্বার ওয়ার্ল্ডে হাইটেনশন তার সংস্পর্শে এসে বিদ্যুতের কাজ করে দিন গুজারি করা শ্রমিকের মৃত্যু হয়।

 

ওই হাইটেনশন তার থেকেও বাড়ি থেকে নির্দিষ্ট দূরত্বে সরানোর বিষয়ে তিনি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য যে ১৬ লক্ষ টাকা প্রয়োজন তা দেবে পুরোনিগম। পাশাপাশি প্রয়াত বিদ্যুতের কাজ করা যুবকের মৃত্যুর পর তার অসহায় পরিবারের তার স্ত্রী এবং মাকে ১হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে পুরো নিগমের নিজস্ব ফান্ড থেকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top