গ্রামে পৌঁছায়নি পানীয় জলের পাইপ লাইন, জলকষ্টে বাসিন্দারা। মূলত নলকূপের উপরই ভরসা সাধারণ মানুষের। ফলে দীর্ঘদিন জলকষ্ট ভুগছেন পুরুলিয়া জেলার মানবাজার মহাকুমার পুঞ্চা থানার অন্তর্ভুক্ত মানবাজার-১ নম্বর ব্লকের অন্তর্গত পায়রাচালী গ্রামের বাসিন্দারা।
এই দাবিকে সামনে রেখে এদিন সকাল থেকেই আমরণ অনশনে বসলেন পায়রাচালী গ্রামের মহিলা সমিতির সদস্যারা । প্রসঙ্গত বলা যায় যে সামনেই কাঁসাই নদী, অথচ এই অঞ্চলে পাইপলাইনের জল এখনো পৌঁছায়নি। এই দাবিকে সামনে রেখে আন্দোলনে সামিল হয়েছেন অনশনকারীরা। অবশেষে দীর্ঘ ৫ ঘন্টা অনশন চলার পর ঘটনাস্থলে পৌঁছান মানবাজার এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পিএইচই আধিকারিক। ঘটনাস্থলে গিয়ে অনশনকারীদের দাবি মেটানোর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অনশন তুলে নেন তারা।
এবিষয়ে পায়রাচালী গ্রামের বাসিন্দাদের অভিযোগ, এলাকায় জলের পাইপ লাইন থাকায় দীর্ঘদিন ধরেই জলকষ্টে ভুগছে গোটা গ্রাম। এ বিষয়ে পঞ্চায়েত থেকে সমস্ত দপ্তরের আবেদন জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে অনশনে সামিল হয়েছেন তারা ।যদিও এবিষয়ে মানবাজার ১ নম্বর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ কুমার পাহাড়ি সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি জানান, ২০২২ সালের মধ্যেই পিএইচই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে । শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে।
আর ও পড়ুন বাংলাদেশে পাচারের আগেই ৫ লক্ষ টাকার রুপো সহ পাচারকারী বিএসএফের জালে
উল্লেখ্য, গ্রামে পৌঁছায়নি পানীয় জলের পাইপ লাইন, জলকষ্টে বাসিন্দারা। মূলত নলকূপের উপরই ভরসা সাধারণ মানুষের। ফলে দীর্ঘদিন জলকষ্ট ভুগছেন পুরুলিয়া জেলার মানবাজার মহাকুমার পুঞ্চা থানার অন্তর্ভুক্ত মানবাজার-১ নম্বর ব্লকের অন্তর্গত পায়রাচালী গ্রামের বাসিন্দারা। এই দাবিকে সামনে রেখে এদিন সকাল থেকেই আমরণ অনশনে বসলেন পায়রাচালী গ্রামের মহিলা সমিতির সদস্যারা ।
প্রসঙ্গত বলা যায় যে সামনেই কাঁসাই নদী, অথচ এই অঞ্চলে পাইপলাইনের জল এখনো পৌঁছায়নি। এই দাবিকে সামনে রেখে আন্দোলনে সামিল হয়েছেন অনশনকারীরা। অবশেষে দীর্ঘ ৫ ঘন্টা অনশন চলার পর ঘটনাস্থলে পৌঁছান মানবাজার এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পিএইচই আধিকারিক। ঘটনাস্থলে গিয়ে অনশনকারীদের দাবি মেটানোর দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অনশন তুলে নেন তারা।