রণবীর কাপুরের বিরুদ্ধে FIR দায়ের করলেন সমাজকর্মী পৃথিবী মাস্কে। FIR-এর কেন্দ্রবিন্দুতে তাঁর আগামী ছবি ‘সঞ্জু’র ট্রেলার। তবে শুধু রণবীরই নন, FIR দায়ের হয়েছে সিনেমার নির্মাতা, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের বিরুদ্ধেও। ১১ জুন, সোমবার এই FIR দায়ের করা হয়।FIR-এ বলা হয়েছে, ”সঞ্জুর ট্রেলারে দেখানো হয়েছে সঞ্জয় দত্ত জেলের যে বারাকে ছিলেন সেখানে টয়লেট লিক করে নোংরা জলে ভর্তি হয়ে যাচ্ছে। অথচ সূত্র বলছে, সঞ্জয় দত্ত যে জেলে ছিলেন সেখানে তাঁকে যথেষ্ঠ ভালোভাবে রাখা হয়েছে। যে ঘটনাটি ট্রেলারে দেখানো হয়েছে, সেরকম কোনও ঘটনা সঞ্জয় দত্তের সঙ্গে আদেও ঘটেনি।