ফের অস্বস্তি বাড়াচ্ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ

ফের অস্বস্তি বাড়াচ্ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পজিটিভ

ফের অস্বস্তি বাড়াচ্ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। সম্প্রতি করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট হানা দিয়েছে ভারতেও। কর্নাটক থেকে গুজরাত, দিল্লি তেকে বাংলা- বহু রাজ্যেই ওমিক্রনের হদিশ মিলেছে। সেই আতঙ্কের মধ্যে ভারতে বাড়তে শুরু করেছে করোনা। তবে শুক্রবার গতদিনের তুলনায় সামান্য কমছ দৈনিক সংক্রমণ। গত সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে প্রায় ১০ হাজারে পৌঁছে গিয়েছিল। ফের তার কমে ভারতে নেমে আসে ৬ হাজারের নিচে। বিগত তিনদিন ধরে ফের তা বেড়ে আট হাজারের কাছাকাছি।

 

শুক্রবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে প্রায় সাড়ে ৭ হাজার করোনা সংক্রমণ হয়েছে। এদিনের পরিসংখ্যানে দেশে দৈনিক করোনা সংক্রমণ ৭৪৪৭। ভারতে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪৭ লক্ষ ২১ হাজার ১৭৪। দেশে মৃতের সংখ্যা এদিন ৩৯১। গতদিনও ৩০০-র উপরে ছিল মৃতের সংখ্যা। এদিন বেশ খানিকটা বেড়েছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে মোট ৪,৭৬,৪৭৮ জনের।

 

ওমিক্রন নিয়ে যখন গোটা বিশ্বে উদ্বেগ, ৩০টিরও বেশি দেশে খোঁজ মিলেছে আক্রান্তের। তবে ওমিক্রম হানার মধ্যেও দেশের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সম্প্রতি দেশের মধ্যে কেরলের গ্রাফই আতঙ্ক বাড়িয়েছিল। তাও ক্রমে নিয়ন্ত্রণে এসেছে। দেশে সামগ্রিকভাবে সংক্রমণের সংখ্যাটা নিয়ন্ত্রণে। নভেম্বরে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ সন্তোষজনক জায়গায় ছিল দেশে।

 

আর ও পড়ুন    মিস ইউনিভার্স-এর মাথার মুকুটের মূল্য কত? আপনি কি জানেন?

 

ডিসেম্বরের শুরুতে তা একটু বাড়ে। ওঠা-নামা চলছেই দৈনিক সংক্রমণের গ্রাফে। তবে দেশে ধারাবাহিকভাবে কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। সক্রিয় রোগীর সংখ্যা কমে ৯০ হাজারের নিচে নেমে গিয়েছে বর্তমানে। করোনা সক্রিয় বর্তমানে ৮৬ হাজার ৪১৫। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৮৮৬ জন। দেশে মোট করোনামুক্তের সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ৬২ হাজার ৭৬৫। ৯৯ শতাংশের বেশি করোনা মুক্ত হয়েছে দেশে। ১ শতাংশেরও কম সক্রিয় এখন ভারতে। ভারত করোনামুক্তির জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। তৃতীয় ঢেউ চলে যাওয়ার পর এখনও নিয়ন্ত্রণে রয়েছে সংক্রমণ। এবার চ্যালেঞ্জ ওমিক্রনের। মাঝেমধ্যে তা ঊর্ধ্বমুখী হলেও নিয়ন্ত্রণের বাইরে যায়নি। দৈনিক সংক্রমণে রাশ নিয়ন্ত্রণেই রয়েছে ওমিক্রন হানার মধ্যেও।

 

উল্লেখ্য, ফের অস্বস্তি বাড়াচ্ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। সম্প্রতি করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট হানা দিয়েছে ভারতেও। কর্নাটক থেকে গুজরাত, দিল্লি তেকে বাংলা- বহু রাজ্যেই ওমিক্রনের হদিশ মিলেছে। সেই আতঙ্কের মধ্যে ভারতে বাড়তে শুরু করেছে করোনা। তবে শুক্রবার গতদিনের তুলনায় সামান্য কমছ দৈনিক সংক্রমণ। গত সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে প্রায় ১০ হাজারে পৌঁছে গিয়েছিল। ফের তার কমে ভারতে নেমে আসে ৬ হাজারের নিচে। বিগত তিনদিন ধরে ফের তা বেড়ে আট হাজারের কাছাকাছি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top