রোগী নেই, বাঁকুড়ার কোভিড হাসপাতালকে সাধারণ হাসপাতাল করা হলো । ওমিক্রন নিয়ে রাজ্যে উদ্বেগ যখন ক্রমশ বাড়ছে তখন রোগীর অভাবে বাঁকুড়া জেলার একমাত্র কোভিড হাসপাতালকে আপাতত সাধারণ হাসপাতালে পরিবর্তনের নির্দেশ দিল জেলা স্বাস্থ্য দফতর।
আগামী ২০ ডিসেম্বর থেকে ওই হাসপাতালকে সাধারণ হাসপাতালে পরিবর্তন করার নির্দেশ জারি করা হয়েছে । বৃহস্পতিবার রাতে ওন্দা কোভিড হাসপাতালে ওই নির্দেশিকা পৌঁছাতেই শুরু হয়েছে তৎপরতা। ২০২০ সালের ১ এপ্রিল থেকে বাঁকুড়া জেলার একমাত্র কোভিড হাসপাতাল হিসাবে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালকে নির্বাচন করে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতর ।
তারপর থেকে গত ১৮ মাস ধরে এই হাসপাতালে জীবনের ঝুঁকি নিয়ে করোনা আক্রান্তদের চিকিৎসা পরিসেবা দিয়ে আসছিলেন চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে এই হাসপাতালের ২৫০ টিরও বেশি বেডে গত ১৮ মাসে ভর্তি হয়েছেন পাঁচ হাজারেরও বেশি করোনা আক্রান্ত রোগী।
শুধু বাঁকুড়া জেলা নয় আশপাশের পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলা থেকে বহু করোনা আক্রান্ত রোগী এই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা পরিসেবা গ্রহণ করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে গত ১৮ মাসে চিকিৎসা চলাকালীন এই হাসপাতালে মৃত্যু হয় সাড়ে তিনশোরও বেশি করোনা আক্রান্ত রোগীর। এবার সেই কোভিড হাসপাতালই বদলে যেতে চলেছে সাধারণ হাসপাতালে।
আর ও পড়ুন গাড়িতে ফেলে যাওয়া সোনার গহনা, অর্থ ফিরিয়ে দিল টোটো চালক
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে নিউ নর্মালে চলতি বছর অক্টোবর থেকে এই কোভিড হাসপাতালে কমতে শুরু করে রোগী ভর্তির সংখ্যা। নভেম্বরে তা আরো কমে যায়। ডিসেম্বরে তা প্রায় শূন্যে গিয়ে ঠেকে। এরপরই বাঁকুড়া জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতর সিদ্ধান্ত নেয় আপাতত ওন্দা কোভিড হাসপাতালকে সাধারণ হাসপাতালে পরিবর্তন করার কথা।
বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর লিখিত নির্দেশ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দেয় আগামী ২০ ডিসেম্বর থেকে আর কোনো কোভিড রোগীর চিকিৎসা নয়, সাধারণ সমস্ত রোগের চিকিৎসা শুরু করতে হবে ওই হাসপাতালে। তবে ওই নির্দেশিকায় বলা হয়েছে কোভিড রোগী ভর্তি থাকলেও কোভিড চিকিৎসার যে পরিকাঠামো ওই হাসপাতালে রয়েছে তা নষ্ট বা স্থানান্তর করা চলবে না। ভবিষ্যতে ফের কোভিড রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে মাত্র তিন দিনের ব্যবধানে যাতে ওই হাসপাতাল ফের কোভিড হাসপাতালে বদলে ফেলা যায় তার প্রস্তুতি রাখতে হবে।
ওন্দা কোভিড হাসপাতালের সুপার মনিরুল ইসলাম বলেন, “ স্বাস্থ্য দফতরের নির্দেশিকা আমরা পেয়েছি । আপাতত করোনা আক্রান্ত রোগী ভর্তি বন্ধ রেখে আমরা সাধারণ অসুখের চিকিৎসা পরিসেবা চালু করছি । ভবিষ্যতে করোনার প্রাদুর্ভাব দেখা গেলে সেক্ষেত্রে তিন দিনের মধ্যে এই হাসপাতাল ফের কোভিড হাসপাতালে বদলে ফেলা হবে” ।