জীবনের শুদ্ধিকরণ করার মাস রমজান মাস , জীবনের চলার পথের সমস্ত ভুল ত্রুটি সংশোধন করে আগামী দিনে ভালো ভাবে চলার শপথ গ্রহণ করার জন্য শত কষ্ট সহ্য করেও আনন্দ উপভোগ করেন মুসলিম সমাজ তাই সকল মুসলিম ভাই বোনেদের শুভেচ্ছা জানাই বললেন নওদা থানার ওসি সুভাশিষ ঘোষাল l নওদা থানার পক্ষ থেকে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর এর প্রতি শুভেচ্ছা জানানোর জন্য একটি ইফতার মজলিসের আয়োজন করা হয় বুধবার l থানার এই উদ্যোগকে সাধুবাদ জানাই এলাকার সর্বস্তরের মানুষ l