টাকি বয়েজের সামনে বোমাবাজি, আহত ২। যদিও পুলিশের পক্ষ থেকে এই খবরের সত্যতা জানানো হয়নি। পুলিশ রুট মার্চ শুরু করেছে এলাকায়। এদিকে খান্না স্কুলের সামনেও বোমাবাজির অভিযোগ। কংগ্রেস বোমাবাজি করছে বলে অভিযোগ করেছে তৃণমূল। সকাল থেকেই খান্না এবং শিয়ালদহ অঞ্চলে একাধিক জায়গায় বোমাবাজির অভিযোগ।
সকালে বোমাবাজির খবর মিলেছে বেলেঘাটা এলাকা থেকে। বিজেপি প্রার্থী বোমাবািজর অভিযোগ জানান পুলিশকে। খবর পেয়েই তল্লাশি শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত তাজা বোমা উদ্ধার হয়নি। বিজেপির অভিযোগ ভোটারদের ভয় দেখাতে বোমাবাজি করছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। টাকি বয়েসের সামনে উত্তেজনা। সকালে টাকি বয়েজের সামনে অবৈধ জমায়েতের অভিযোগ ওঠে।
পুলিশ গিয়ে হঠিয়ে দেয় অবৈধ জমায়েত। তারপরেই আবার বেলার দিকে উত্তেজনা ছড়িয়েছে টাকি বয়েসের সামনে। টাকি বয়েজের বুথ থেকে ২০০ মিটারের মধ্যে পরপর দুটি বোমা পড়ে বলে অভিযোগ। সেসময় সেখান দিয়ে যাচ্ছিলেন দুই পথচারী। দুই পথচারী আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গুরুত আহত হয়েছেন ২ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোটাররা ভোট দিতে আসতে ভয় পাচ্ছেন।
ভোটারদের বিশ্বাস ফেরাতে এবং ভোটারদের বুথমুখী করতে রুটমার্চ করছে পুলিশ। সকাল থেকেই ৩৬ নম্বর ওয়ার্ডে দফায় দফায় উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যাঁরা বোমাবাজি করেছে তাঁদের চিহ্নিতকরনের কাজ চলছে। অন্যদিকে আবার খান্না বয়েজ স্কুলের সামনেও বোমাবাজির অভিযোগ উঠেছে। এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত কোনও বোমা উদ্ধার হয়নি।
আর ও পড়ুন অভিযোগ থাকলে ফুটেজ প্রকাশ্যে আনুন, কড়া ব্যবস্থা নেওয়া হবে, বললেন অভিষেক
উল্লেখ্য, টাকি বয়েজের সামনে বোমাবাজি, আহত ২। যদিও পুলিশের পক্ষ থেকে এই খবরের সত্যতা জানানো হয়নি। পুলিশ রুট মার্চ শুরু করেছে এলাকায়। এদিকে খান্না স্কুলের সামনেও বোমাবাজির অভিযোগ। কংগ্রেস বোমাবাজি করছে বলে অভিযোগ করেছে তৃণমূল। সকাল থেকেই খান্না এবং শিয়ালদহ অঞ্চলে একাধিক জায়গায় বোমাবাজির অভিযোগ। সকালে বোমাবাজির খবর মিলেছে বেলেঘাটা এলাকা থেকে। বিজেপি প্রার্থী বোমাবািজর অভিযোগ জানান পুলিশকে।
খবর পেয়েই তল্লাশি শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত তাজা বোমা উদ্ধার হয়নি। বিজেপির অভিযোগ ভোটারদের ভয় দেখাতে বোমাবাজি করছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। টাকি বয়েসের সামনে উত্তেজনা। সকালে টাকি বয়েজের সামনে অবৈধ জমায়েতের অভিযোগ ওঠে।