এবার পুরভোটে রাস্তায় একসঙ্গে বিক্ষোভে তিন বিরোধী দল। বড়তলা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। ১২১ নম্বর ওয়ার্ডে সিরিটি প্রাথমিক বিদ্যালয়ে ভুয়ো ভোটার আসার অভিযোগ। বার বার অভিযোগ ওঠার পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ। কী করে ভোটার কার্ড না দেখে ভেতরে ঢুকতে দেওয়া হল তাঁকে এই অভিযোগে বাম, বিজেপি ও কংগ্রেস প্রার্থীরা একযোগে অভিযোগ জানালেন। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, কংগ্রেস ও সিপিএমের সমর্থকরা।
বিক্ষিপ্ত উত্তেজনার মধ্যেই শুরু হয়েছে কলকাতা পুরভোট। সকাল সকাল ভোট শুরু হতেই বিক্ষিপ্ত উত্তেজনা, অভিযোগ পাল্টা অভিযোগের পালা শুরু হয়েছে।কোথাও ভুয়ো ভোটার তো কোথাও সিসিটিভি বিকল থাকার অভিযোগ উঠছে। এরই মধ্যে শহরের ৪৫ নম্বর ওয়ার্ডে মুখোমুখি তৃণমূল ও কংগ্রেস প্রার্থী। বচসা, হাতাহাতির অভিযোগ। পুলিশ দু’পক্ষকে সরিয়ে দিলেও এলাকায় উত্তেজনা রয়েছে।
পুরভোটের ভোটগ্রহণ চলছে কলকাতায়। ভোট চলাকালীন পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সন্তোষকুমার পাঠক ও তৃণমূল প্রার্থী শক্তিপ্রতাপ সিং মুখোমুখি চলে আসেন। উভয় পক্ষেরই অভিযোগ, প্রতিপক্ষ নিয়ম ভেঙে বহিরাগতদের নিয়ে এলাকায় ঘুরছেন। এরপরই দু’জনের মধ্যে বচসা বেধে যায়। অভিযোগ ওঠে হাতাহাতিরও।
আর ও পড়ুন ভারতীয় রেলে চাকরির সুবর্ণ সুযোগ, আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করে ফেলুন
পুলিশের সঙ্গেও বচসায় জড়ান কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। তৃণমূল প্রার্থী অভিযোগ করেন, তাঁকে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা মারধর করেছে। পুলিশ দু’পক্ষকে দূরে সরিয়ে দেয়। এলাকায় উত্তেজনা রয়েছে। এদিকে, শিয়ালদহের টাকি গার্লস স্কুলের বুথে উত্তেজনাও দেখা দিয়েছে। কংগ্রেসের পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তাঁকে মারধর করারও অভিযোগ ওঠে। অভিযোগের তির শাসকদল তৃণমূলের দিকে। যদিও তৃণমূল হেনস্থার অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।
বুথে চড়াও হয়ে মারধর ও বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের পোশাক ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, তাঁর শাড়ি, ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থল ২২ নম্বর ওয়ার্ডের মাহেশ্বরী বয়েজ স্কুলের ১৯ নম্বর বুথ।অভিযোগ, এদিন ভোটগ্রহণ শুরু হতেই বুথে চড়াও হয় শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা। বুথে চড়াও হয়ে তারা মীনাদেবী পুরোহিত সহ বিজেপি কর্মী-সমর্থকদের মারধর করে বুথ থেকে বের করে দেয়। এক বিজেপি কর্মীর অভিযোগ, মেরে তাঁর ঠোঁটও ফাটিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, মীনাদেবী পুরোহিত অভিযোগ করলেন, “তৃণমূলের প্রার্থী আমার সাথে ধাক্কাধাক্কি করে। আমাকে বুথে যেতে দিচ্ছে না। আর একটা গুন্ডা মেয়েকে নিয়ে এসেছে। সে আমার শাড়ি ছিঁড়ে দিয়েছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে। ধাক্কা দিয়েছে। বুকে মেরেছে।” গোটা এলাকাটাই তৃণমূলের গুন্ডাবাহিনী দখল করে রেখেছে বলে দাবি তাঁর।