দুয়ারে সরকারের ধাঁচেই পুরুলিয়া পৌরসভায় শুরু হল দুয়ারে পৌর প্রশাসক কর্মসূচী

দুয়ারে সরকারের ধাঁচেই পুরুলিয়া পৌরসভায় শুরু হল দুয়ারে পৌর প্রশাসক কর্মসূচী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পুরুলিয়া

দুয়ারে সরকারের ধাঁচেই পুরুলিয়া পৌরসভায় শুরু হল দুয়ারে পৌর প্রশাসক কর্মসূচী।  পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দুয়ারে সরকারের ধাঁচেই পুরুলিয়া পৌরসভায় শুরু হল দুয়ারে পৌর প্রশাসক কর্মসূচি।পৌরসভার অফিস টাইমের আগেই সাত সকালে বিভিন্ন ওয়ার্ডের সমস্যা সমাধানের জন্য পুরুলিয়া পৌরসভার প্রশাসক নবেন্দু মাহালি প্রশাসক মন্ডলী সহ পৌরসভার ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন বিভাগের কর্মচারীদের নিয়ে পৌঁছে যাচ্ছেন এলাকায়। এলাকার মানুষের সমস্যার কথা শুনে তৎক্ষণাৎ নেওয়া হচ্ছে সিধান্ত।খুশি এলাকাবাসী।

 

পুরুলিয়া পৌরসভার ২৩টি ওয়ার্ডের মানুষের সমস্যা সমাধানের জন্য শুরু হয়েছে দুয়ারে পৌর প্রশাসক কর্মসূচি। ধারাবাহিক ভাবে প্রতিটি ওয়ার্ডেই চলবে পুরুলিয়া পৌরসভার এই অভিনব কর্মসূচি।ইতিমধ্যেই পৌরসভার ৩ এবং ৭ নাম্বার ওয়ার্ডে দুয়ারে পৌর প্রশাসক কর্মসূচি সম্পন্ন হয়েছে।ওয়ার্ডে ওয়ার্ডে অবৈধভাবে পুকুর বোঝানো,রাস্তা নর্দমা সাফাই, জল নিকাশি ব্যবস্থা,পানিয় জল সরবরাহ সমস্যা সহ বিভিন্ন বিষয়ের ওপর খুঁটিনাটি আলোচনা করছেন প্রশাসক নবেন্দু মাহালি।

 

কিভাবে সমস্যার সমাধান হবে তার জন্য সপ্ট থেকেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পৌর প্রশাসক নবেন্দু মাহালি জানান। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারকে দুয়ারে পৌঁছে দিয়েছেন।যার জন্য মানুষ দুয়ারে রেশন সহ বিভিন্ন সরকারি পরিষেবা দুয়ারেই পাচ্ছেন।সেই ধাঁচেই পৌর প্রশাসক হিসাবে মানুষের কথা শোনার জন্য দুয়ারে পৌঁছে যাচ্ছি। এলাকার অনেক মানুষ পৌরসভায় আসতে পারেননা।

 

তার জন্য এলাকায় সমস্ত স্তরের মানুষের কথা শুনে এলাকার বিভিন্ন সমস্যার খোঁজ নিয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য পৌরসভার পুরো টিম নিয়ে এলাকায় যাওয়া হচ্ছে। যার জন্য ব্যাপক প্রভাব পড়েছে।কারণ বিগত দিনে প্রশাসককে এভাবে রাস্তায় নেমে কাজ করতে কেউ দেখেননি। প্রত্যেকটি ওয়ার্ডেই আমরা এই কর্মসূচি চালিয়ে যাব।এটা ভোটের জন্য নয়। আমাদের সরকারের মূল স্লোগান মানুষের পাশে মানুষের সাথে এটাকে মাথায় রেখে এলাকার মানুষকে নিয়ে কাজ করার জন্য এলাকায় গিয়ে কথা বলে সিধান্ত নেওয়ার জন্যই দুয়ারে পৌর প্রশাসক কর্মসূচি শুরু করা হয়েছে।

 

আর ও পড়ুন    প্রেমিকা রুক্মিণী সম্পর্কে কি বললেন অভিনেতা সাংসদ দেব? জানুন

 

কলকাতা পৌরসভার নির্বাচন শেষ হতেই রাজ্যের অন্যান্য পৌরসভা নির্বাচনের দামামাও বেজে গেছে। পৌরসভা গুলিকে নিজেদের দখলে রাখতে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ২১এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হারার কারণ পুরুলিয়া পৌরসভা এলাকার ২৩ টি ওয়ার্ডের সিংহভাগ এলাকাতেই হারতে হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে।

 

পুরুলিয়া পৌরসভার প্রশাসক পদে দায়িত্ব নেওয়ার পর নবেন্দু মাহালী রাস্তা,যানজট, জল নিকাশি সহ বিভিন্ন সমস্যার সমাধানে ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে গেছেন। নিজে দাঁড়িয়ে থেকে রাস্তার নোংরা সাফাই করাতেও দেখা গেছে প্রশাসককে।সেই কাজকেই আরো গুরুত্ব সহকারে এলাকার মানুষের কাছে তুলে ধরতে শুরু করেছেন দুয়ারে পৌর প্রশাসক কর্মসূচি।

 

ইতিমধ্যেই দুয়ারে পৌর প্রশাসক কর্মসূচিতে সাফল্য পেয়েছে পুরুলিয়া পৌরসভা। চটজলদি এলাকার মানুষের সমস্যার সমাধান হয়ে যাওয়ায় মানুষের মন জয় করে নিয়েছেন পোড় খাওয়া তৃণমূল নেতা তথা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বর্তমানে পুরুলিয়া পৌর সভার প্রশাসক নবেন্দু মাহালি।এর ফল যে পৌরসভা নির্বাচনের ভোট বাক্সেই পড়বে তা একপ্রকার পরিষ্কার বলেই মনে করছেন পুরুলিয়া শহরের ওয়াকিবহাল মহল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top