বড়দিন থেকে আরও বেশি করে ট্রেন চালানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রোর। যাত্রীদের ভিড়় সামলাতেই এই ব্যবস্থা। সোমবার এ কথা জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বড়দিন থেকেই প্রতি শনিবার দশটি করে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো রেল৷ আপ এবং ডাউন মিলিয়ে প্রত্যেক শনিবার ২৩০টি ট্রেন চালানো হবে৷ ব্যস্ত সময় সাত মিনিট অন্তর চলবে মেট্রো৷ মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সকাল সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এই পরিষেবা মিলবে৷
এর মধ্যে ১৫৯টি ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলাচল করবে৷ তবে রবিবারে কোনও বদল হয়নি। সোমবার থেকে শুক্রবার এখন চলে ২৭২টি ট্রেন। তা বাড়িয়ে করা হচ্ছে ২৭৬টি। এই ব্যবস্থা চালু হবে ২৭ ডিসেম্বর থেকে। কলকাতা মেট্রো সোম-শুক্রবার অতিরিক্ত ৪টি ট্রেন চালাবে। ২৭৬টি ট্রেনের মধ্যে ১৭৩টি (৮৬টি আপ এবং ৮৭টি ডাউন) কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্য়ে চলাচল করবে।
সকাল-সন্ধের ব্য়স্ত সময়ে ৫ মিনিট অন্ত ট্রেন পাওয়া যাবে। প্রথম এবং শেষ ট্রেন-এর সময় একই থাকছে। সেখানে কোনও বদল করা হয়নি। মানে দমদম থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের ট্রেন পাওয়া যাবে সকাল ৭টা থেকে। অন্যদিকে, শেষ ট্রেনের সময়ও একই থাকছে। মানে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের ট্রেন সাড়ে ৯টা থেকেই ছাড়বে।
রবিবারের পরিষেবায় কোনও বদল আসছে না। আজ থেকেই পার্ক স্ট্রিটে শুরু হয়ে গিয়েছে ক্রিসমাস ফেস্টিভাল৷ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং৷ বড়দিন এবং বর্ষবরণ উপলক্ষে এমনিতেই পার্ক স্ট্রিট, নিউ মার্কেট এলাকায় প্রচুর জন সমাগম হয়৷ সপ্তাহান্তে সেই ভিড় আরও বাড়ে৷ ফলে শনিবারে বাড়তি মেট্রো চললে উপকৃত হবেন অনেকেই৷
আর ও পড়ুন কলকাতা পুরভোটে ম্যাজিক ফিগার পার করলো তৃণমূল
উল্লেখ্য, বড়দিন থেকে আরও বেশি করে ট্রেন চালানোর সিদ্ধান্ত কলকাতা মেট্রোর। যাত্রীদের ভিড়় সামলাতেই এই ব্যবস্থা। সোমবার এ কথা জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। বড়দিন থেকেই প্রতি শনিবার দশটি করে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো রেল৷ আপ এবং ডাউন মিলিয়ে প্রত্যেক শনিবার ২৩০টি ট্রেন চালানো হবে৷ ব্যস্ত সময় সাত মিনিট অন্তর চলবে মেট্রো৷ মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সকাল সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এই পরিষেবা মিলবে৷ এর মধ্যে ১৫৯টি ট্রেন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে চলাচল করবে৷
তবে রবিবারে কোনও বদল হয়নি। সোমবার থেকে শুক্রবার এখন চলে ২৭২টি ট্রেন। তা বাড়িয়ে করা হচ্ছে ২৭৬টি। এই ব্যবস্থা চালু হবে ২৭ ডিসেম্বর থেকে। কলকাতা মেট্রো সোম-শুক্রবার অতিরিক্ত ৪টি ট্রেন চালাবে। ২৭৬টি ট্রেনের মধ্যে ১৭৩টি (৮৬টি আপ এবং ৮৭টি ডাউন) কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্য়ে চলাচল করবে।