মালদায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলি, নিহত ১। এবার মালদায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলি। নিহত ১। নিহত বাংলাদেশী বলে দাবি। কোচবিহারের পর এবার মালদায় বাংলাদেশ সীমান্তে গুলি চালাল বিএসএফ। গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিএসএফের দাবি, নিহত ব্যক্তি বাংলাদেশী দুষ্কৃতী। চোরা কারবারের সময় বিএসএফ বাধা দিলে বাংলাদেশী দুষ্কৃতীদের ৩০ জনের একটি দল হামলা চালায়। পাল্টা গুলিতে একজনের মৃত্যু হয়।
নিহত দুষ্কৃতীর নাম ইব্রাহিম শেখ (২৪)। তার বাড়ি বাংলাদেশের শিবগঞ্জ থানার ধুলিপারা এলাকায়। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সীমান্ত চৌকি নওয়া এলাকায় মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশিদের একটি সশস্ত্র দল এপারে ঢুকে ফেনসিডিলসহ গরু পাচারের পরিকল্পনা নিয়েছিল। সীমান্তে অবৈধভাবে প্রবেশ করার ক্ষেত্রে কর্তব্যরত জাওয়ানেরা বাংলাদেশি দুষ্কৃতীদের বাধা দেয় ।
আর তখনই ওপারের দুষ্কৃতীরা বিএসএফ জওয়ানদের ওপর অতর্কিততে হামলা চালায় বলে অভিযোগ। ভারতীয় ভূখণ্ডের সুরক্ষা ঠিক রাখতে বাধ্য হয়ে বিএসএফকে গুলি চালাতে হয়। আর তাতেই এক বাংলাদেশী দুষ্কৃতীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বাকি দুষ্কৃতীরা ওপারে পালিয়ে যায়। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এর একটি বিবৃতিতে জানানো হয়েছে, মৃত বাংলাদেশি চোরাকারবারির কাছ থেকে তল্লাশি চালিয়ে তল্লাশি চালিয়ে ১টি মোবাইল, ২টি হাসুয়া এবং ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বিএসএফ তাদের এলাকা থেকে চোরাকারবারীদের ভারতীয় সীমান্তে অবৈধভাবে প্রবেশ বন্ধ করতে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজিবি’র (বর্ডার গার্ড অফ বাংলাদেশ) কাছে এই প্রতিবাদপত্র জমা দিয়েছে।
আর ও পড়ুন বাজারে উঠেছে মালদার আশাপুরের সুস্বাদু বেগুন
উল্লেখ্য,মালদায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলি, নিহত ১। এবার মালদায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর গুলি। নিহত ১। নিহত বাংলাদেশী বলে দাবি। কোচবিহারের পর এবার মালদায় বাংলাদেশ সীমান্তে গুলি চালাল বিএসএফ। গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বিএসএফের দাবি, নিহত ব্যক্তি বাংলাদেশী দুষ্কৃতী। চোরা কারবারের সময় বিএসএফ বাধা দিলে বাংলাদেশী দুষ্কৃতীদের ৩০ জনের একটি দল হামলা চালায়। পাল্টা গুলিতে একজনের মৃত্যু হয়।নিহত দুষ্কৃতীর নাম ইব্রাহিম শেখ (২৪)। তার বাড়ি বাংলাদেশের শিবগঞ্জ থানার ধুলিপারা এলাকায়।
পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সীমান্ত চৌকি নওয়া এলাকায় মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশিদের একটি সশস্ত্র দল এপারে ঢুকে ফেনসিডিলসহ গরু পাচারের পরিকল্পনা নিয়েছিল। সীমান্তে অবৈধভাবে প্রবেশ করার ক্ষেত্রে কর্তব্যরত জাওয়ানেরা বাংলাদেশি দুষ্কৃতীদের বাধা দেয় । আর তখনই ওপারের দুষ্কৃতীরা বিএসএফ জওয়ানদের ওপর অতর্কিততে হামলা চালায় বলে অভিযোগ। ভারতীয় ভূখণ্ডের সুরক্ষা ঠিক রাখতে বাধ্য হয়ে বিএসএফকে গুলি চালাতে হয়।
আর তাতেই এক বাংলাদেশী দুষ্কৃতীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বাকি দুষ্কৃতীরা ওপারে পালিয়ে যায়। বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এর একটি বিবৃতিতে জানানো হয়েছে, মৃত বাংলাদেশি চোরাকারবারির কাছ থেকে তল্লাশি চালিয়ে তল্লাশি চালিয়ে ১টি মোবাইল, ২টি হাসুয়া এবং ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।