Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
The Mayor of Calcutta Municipality is Firhad Hakim

কলকাতা পুরসভার মেয়র হলেন ফিরহাদ হাকিম

কলকাতা পুরসভার মেয়র হলেন ফিরহাদ হাকিম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পুরসভার

কলকাতা পুরসভার মেয়র হলেন ফিরহাদ হাকিম। পাশাপাশি কলকাতা পুরসভার চেয়ারম্যান করা হল মালা রায়কে। ডেপুটি মেয়র হিসেবে বেছে নেওয়া হল অতীন ঘোষকে। মেয়র পারিষদ পদে রইলেন ১৩ জন। এদিন  বক্তৃতায় তৃণমূলের জয়ী কাউন্সিলরদের পাশাপাশি অন্য দলের জয়ী কাউন্সিলরদেরও অভিনন্দন জানান তৃণমূলনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

এরপরই মমতা  মেয়র পদে ঘোষণা করেন ফিরহাদ হাকিমের নাম। কলকাতা পুরসভার ১৬টি বরো কমিটির চেয়ারম্যানের নামও এদিন ঘোষণা করেন মমতা। তাতপর্যপূর্ণ বিষয়  হল, কলকাতা পুরসভার  বরো কমিটির চেয়ারম্যানের মধ্যে ৯ জনই নারী।  মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‌সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব। মুখ্যমন্ত্রী আমার উপর যে দায়িত্ব ও আস্থা রেখেছেন, তার মর্যাদা দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।

 

উল্লেখ্য, কলকাতার মেয়র নির্বাচনে আলাদা  পদ্ধতি থাকলেও এদিনই তা ঠিক হল দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূলের বৈঠকে। জল্পনা সত্যি করে কলকাতা পুরসভার মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের নামই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ডেপুটি মেয়র হিসাবে অতিন ঘোষের নাম ঘোষণা করেন। পাশাপাশি কলকাতা পুরসভার নয়া চেয়ারপার্সন হিসাবে মালা রায়ের নাম ঘোষণা করেন তিনি। গত ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার পুরনির্বাচন ছিল। ২১ ডিসেম্বর ঘোষণা হয় ফলাফল।

 

সেই ফলাফলে  ব্যাপক ভোটে জয় পেয়েছে তৃণমূলের প্রার্থীরা। কলকাতা পুরসভার  ১৩৪ টি ওয়ার্ডেই তৃণমূলের জয়কার। আজ বৃহস্পতিবার সমস্ত জয়ী কাউন্সিলারদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।  আর সেই বৈঠক থেকেই সর্বসম্মতিক্রমে কলকাতা পুরসভার মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের নাম ঘোষণা করেন তিনি। পাশাপাশি ডেপুটি মেয়র এবং চেয়ারপার্সন হিসাবেও দায়িত্ব অতিন ঘোষ এবং মালা রায়কে বুঝিয়ে দেন তৃণমূল নেত্রী। ১৩ জন মেয়র পারিষদের নাম অন্যদিকে এই বৈঠক থেকেই মেয়র পারিষদদের নাম ঘোষণা করেন।

 

১৩ জন মেয়র পারিষদের নাম ঘোষণা করেন। সেখানেও কার্যত চমক। বেশ কয়েকজন নতুন মুখকে জায়গা করে দেওয়া হয়েছে। যেমন মেয়র পারিষদ হচ্ছেন দেবাশিষ কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, বাবু বক্সি, সন্দিপন সাহা, বৈশানবর চট্টোপাধ্যায়, জীবন সাহা, আমুরুদ্দিন ববি, অভিজিত  মুখোপাধ্যায়, রাম পেয়ারে রাম, এবং মিতালী বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বোরো কমিটিতেও নারীদের  জোর দেওয়া হয়।

 

মেয়র পারিষদের নাম ঘোষণার পাশাপাশি ১৬টি বরো কমিটির প্রধানদেরও নাম ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী। ১৬টি বরো কমিটির মধ্যে ৯টিতেই নারী চেয়ারম্যান। যারা জায়গা পেলেন তরুণ সাহা, শুক্লা ভর, অনিন্দ কিশোর রাউত, সাধনা বোস, রেহানা খাতুন, সানা আহমেদ, সুস্মিতা ভট্টাচার্জ, চৈতালি চট্টোপাধ্যায়, দেবলীনা বিশ্বাস, জুঁই বিশ্বাস, তারকেশ্বর চক্রবতী, সুশান্ত ঘোষ, রত্না সুর, সনহিতা দাস, রঞ্জিতা শিল এবং সুদীপ পোল্লে। কলকাতা পুরসভার নির্দিষ্ট নিয়মে কাউন্সিলার এবং মেয়র পদে শপথ হলেও আজ থেকে কাউন্সিলারদের কাজ করার বার্তা বেঁধে দেন মুখ্যমন্ত্রী।

 

আর ও পড়ুন     ২০২২ সালের মাঝামাঝি সময়ের মধ্যেই করোনার অবসান হওয়া সম্ভব, ডব্লিউএইচও

 

তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামী রবিবারের মধ্যে শহরে লাগানো সমস্ত ব্যানার, পোস্টার খুলে ফেলার নির্দেশ দেন। একই সঙ্গে রাস্তাঘাট পরিস্কার থেকে সব কাজ করার নির্দেশ। এবার ৪০ জন নতুন কাউন্সিলার জিতে এসেছেন। তাঁদের মাথা নিচু করে চলার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। ‘কথা কম কাজ বেশি করুন” বৈঠক থেকেই কাউন্সিলরদের বার্তা দেন  মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 

জানালেন, ”সাংবাদিকদের বেশি বিবৃতি দিলাম অথচ কাজের কাজ করতে পারলাম না এই সব তৃণমূলে চলবে না। বিজেপিতে হয়।” তবে এদিন জয়ী কাউন্সিলারদের কড়া বার্তাও দিয়েছেন তৃণমূল নেত্রী। বলেন, প্রতি ছ’মাসে কাউন্সিলরদের রিপোর্ট কার্ড নেব। কাজ ঠিক মতো হচ্ছে কি না তা দেখব। আর তা না হলে সরকার কিংবা দলের ব্যবস্থা নিতে বেশ সময় লাগবে না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top