ওমিক্রণ রুখতে কাল থেকে উত্তরপ্রদেশে জারি নাইট কারফিউ । দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। এখন পর্যন্ত এদেশে ৩৫৮ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। সংক্রামিতের সংখ্যার নিরিখে দেশে শীর্ষে মহারাষ্ট্র। তার পরেই দিল্লি। দিল্লি, হরিয়ানা আগেভাগেই ক্রিসমাসে জমায়েত করতে বারণ করেছে। এবার উত্তরপ্রদেশে কড়া বিধি জারি করতে চলেছে যোগী সরকার।
শনিবার থেকে গোটা রাজ্যে জারি থাকবে নাইট কারফিউ। উত্তরপ্রদেশে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি কাজ ছাড়া রাস্তায় বেরোনো যাবে না। পাশাপাশি প্রশাসন এও জানিয়েছে, বিয়েবাড়ি বা অন্য অনুষ্ঠানে ২০০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। মানতে হবে কোভিড বিধি।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সব দোকানি এবং বিক্রেতাকে কড়াভাবে নির্দেশ দিয়েছেন, যে মাস্ক না পরলে সেই গ্রাহককে কিছু বিক্রি করা যাবে না। বিদেশ বা অন্য রাজ্য থেকে আসা পর্যটকরা কোভিড আক্রান্ত কিনা, সেদিকেও প্রশাসনকে নজর রাখতে বলা হয়েছে। স্টেশন এবং বাস স্ট্যান্ডে নজরদারি চালানো হবে। বৃহস্পতিবার গোটা উত্তরপ্রদেশে জুড়ে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩১ জন।
আর ও পড়ুন বাঘের আতঙ্কে গোটা গ্রাম, বাঘ ধরতে খাঁচা তৈরি, জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে এলাকা
এপ্রিল–মে মাসে এই সংখ্যাটা ১০ হাজার ছাড়িয়েছিল। এখনও এ রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মেলেনি। তাও উদ্বেগে প্রশাসন। কারণ নতুন বছরেই সেখানে ভোট। এই ভোট পিছিয়ে দেওয়া যায় কিনা, সেই নিয়ে গতকালই নির্বাচন কমিশনকে ভাবনাচিন্তা করার অনুরোধ জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। তার পরেই নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ সরকার।
উল্লেখ্য, ওমিক্রণ রুখতে কাল থেকে উত্তরপ্রদেশে জারি নাইট কারফিউ । দেশে ক্রমেই বাড়ছে ওমিক্রনের সংক্রমণ। এখন পর্যন্ত এদেশে ৩৫৮ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। সংক্রামিতের সংখ্যার নিরিখে দেশে শীর্ষে মহারাষ্ট্র। তার পরেই দিল্লি।
দিল্লি, হরিয়ানা আগেভাগেই ক্রিসমাসে জমায়েত করতে বারণ করেছে। এবার উত্তরপ্রদেশে কড়া বিধি জারি করতে চলেছে যোগী সরকার। শনিবার থেকে গোটা রাজ্যে জারি থাকবে নাইট কারফিউ। উত্তরপ্রদেশে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি কাজ ছাড়া রাস্তায় বেরোনো যাবে না। পাশাপাশি প্রশাসন এও জানিয়েছে, বিয়েবাড়ি বা অন্য অনুষ্ঠানে ২০০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না। মানতে হবে কোভিড বিধি।