Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
After the 22 years, To the ‘walking’ fish was the found

২২ বছর পর দেখা মিলল ‘হেঁটে বেড়ানো’ একটি বিরল মাছের

২২ বছর পর দেখা মিলল ‘হেঁটে বেড়ানো’ একটি বিরল মাছের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
বিরল

২২ বছর পর ‘হেঁটে বেড়ানো’ একটি বিরল মাছ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ২২ বছর পর তাসমানিয়ার উপকূলের অদূরে ‘হেঁটে বেড়ানো’ একটি বিরল মাছ খুঁজে পেয়েছেন। গোলাপী রঙের এই হ্যান্ডফিশ শেষবার দেখা গিয়েছিল ১৯৯৯ সালে। এ পর্যন্ত ডুবুরিরা মোট চার বার এই মাছের দেখা পেয়েছেন। নাম থেকে বোঝা যায়, এই পিংক হ্যান্ডফিশের আছে বড় মাপের ‘হাত’,

 

যা ব্যবহার করে তারা সমুদ্রের তলায় মাটির ওপর দিয়ে হাঁটাচলা করে। তবে এরা সাঁতারও জানে। সূত্রের খবর, মাছটি বিলুপ্ত হয়ে যেতে পারে আশঙ্কায় অস্ট্রেলিয়ার কর্মকর্তারা সম্প্রতি এ মাছকে বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত করেছিলেন। কিন্তু এখন অস্ট্রেলিয়ার গবেষকরা বলছেন, তারা আবারও এ মাছের দেখা পেয়েছেন। এ বছরের শুরুর দিকে মেরিন পার্কে গভীর সমুদ্রতলে রাখা ক্যামেরার ভিডিওতে মাছটি দেখা গেছে।

 

আর ও পড়ুন    হিন্দু ভাবাবেগে আঘাত হানার অভিযোগ সানি লিওনের বিরুদ্ধে

 

নতুন এই ভিডিওয় দেখা যায়, মাছটি আগের তুলনায় আরও গভীর সাগরের খোলা জায়গায় ঘোরাফেরা করছে। বিজ্ঞানীরা আগে ধারণা করেছিলেন, মাছটি অগভীর জলে বাস করে। কিন্তু এখন দেখা যাচ্ছে, তাসমানিয়ার দক্ষিণ উপকূলের কাছে ১৫০ মিটার (৩৯০ ফুট) গভীরে এর বাস। তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রধান গবেষক নেভিল ব্যারেট বলেন, ‘গোলাপি হ্যান্ডফিশ নিয়ে এ এক চমৎকার আবিষ্কার। আগে যা ধারণা করা হয়েছিল, তার চেয়ে এই মাছের আবাসস্থল বড় পরিসরের।

 

তাই মাছটির টিকে থাকা নিয়ে আশার সঞ্চার হয়েছে।’ গত ফেব্রুয়ারি মাসে ব্যারেটের দলের গবেষকরা তাসমান ফ্র্যাকচার মেরিন পার্কের সমুদ্র তলদেশে একটি ক্যামেরা বসায়। উদ্দেশ্য ছিল, জলের নীচে থাকা কোরাল, গলদা চিংড়ি এবং অন্যান্য প্রজাতির মাছের ছবি তোলা এবং পরীক্ষা চালানো। আর সেই সময়ই তাদের নজরে আসে ‘হেঁটে বেড়ানো’ একটি বিরল মাছের।

 

উল্লেখ্য, ২২ বছর পর ‘হেঁটে বেড়ানো’ একটি বিরল মাছ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ২২ বছর পর তাসমানিয়ার উপকূলের অদূরে ‘হেঁটে বেড়ানো’ একটি বিরল মাছ খুঁজে পেয়েছেন। গোলাপী রঙের এই হ্যান্ডফিশ শেষবার দেখা গিয়েছিল ১৯৯৯ সালে। এ পর্যন্ত ডুবুরিরা মোট চার বার এই মাছের দেখা পেয়েছেন। নাম থেকে বোঝা যায়, এই পিংক হ্যান্ডফিশের আছে বড় মাপের ‘হাত’, যা ব্যবহার করে তারা সমুদ্রের তলায় মাটির ওপর দিয়ে হাঁটাচলা করে।

 

তবে এরা সাঁতারও জানে। সূত্রের খবর, মাছটি বিলুপ্ত হয়ে যেতে পারে আশঙ্কায় অস্ট্রেলিয়ার কর্মকর্তারা সম্প্রতি এ মাছকে বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত করেছিলেন। কিন্তু এখন অস্ট্রেলিয়ার গবেষকরা বলছেন, তারা আবারও এ মাছের দেখা পেয়েছেন। এ বছরের শুরুর দিকে মেরিন পার্কে গভীর সমুদ্রতলে রাখা ক্যামেরার ভিডিওতে মাছটি দেখা গেছে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top