বিজেপিতে রাজ্যজুড়ে বিদ্রোহের আঁচ ছড়িয়ে পড়েছে। মতুয়াদের এই ধারায় পা মেলালেন বাঁকুড়ার চার বিধায়কও। মতুয়া মহলে পাঁচ বিধায়ক দলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার পর বাঁকুড়ার ৪ বিধায়কও একই পথের পথিক হলেন। মতুয়াদের প্রতি অবহেলার অভিযোগ এনে তাঁরা বিদ্রোহ করেন। দলের নয়া রাজ্য কমিটিতে তাঁরা গুরুত্ব পাননি বলে অভিযোগ। এরপরই দলের পাঁচ মতুয়া বিধায়ক বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান। এবার প্রতিবাদের এই ধারায় পা মেলালেন বাঁকুড়ার চার বিধায়কও।
বাঁকুড়ার চার বিধায়ক বিজেপির রাজ্য ও জেলার বিভিন্ন গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে বিদ্রোহ ঘোষণা করেন। দলের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েই তাঁরা গ্রুপ ছেড়েছেন বলে সূত্রের খবর। যদিও তাঁরা কোনও নির্দিষ্ট ক্ষোভের কথা জানাননি। তবে বাঁকুড়ার দুই সাংগঠনিক জেলার নতুন সভাপতি নিয়োগের পরই তাঁরা হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার সিদ্ধান্ত নেন। তাঁরা গ্রুপ ছেড়ে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নতুন সভাপতি বিরুদ্ধে আর্জি পেশ করেছেন। চার বিধায়কের আর্জি, নতুন সভাপতির হাতে দায়িত্ব থাকলে দলের সংগঠন আরও ভেঙে পড়বে।
তাই বিষয়টি দলের সর্বাগ্রে ভাবা উচিত। যদি এই বিষয়ে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে না চলা হয়, তবে দলের ক্ষতি হয়ে যেতে পারে। রাজ্য বিজেপি এই বিষয়ে এখনও স্পিকটি নট। চারজন বিধায়ক এরপর হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে তাঁদের প্রতিবাদ জানিয়েছেন। প্রাক্তন তৃণমূল সাংসদ তথা ঠাকুরনগরের মহাসঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর সুব্রত-শান্তনুদের উদ্দেশে তৃণমূলে ফেরার ডাক দিয়েছিলেন।
আর ও পড়ুন এমন সেলিব্রিটি যারা ভুল করেও ২০২১- কে মনে রাখতে চাইবেন না
তিনি বলেন, বিজেপি বিধায়করা বুঝেছেন ওঁদের পাশ থেকে মানুষ সরে যাচ্ছেন। তাই তাঁরাও সরছেন বিজেপি থেকে। সেই বিদ্রোহের আঁচ এবার পড়ল বাঁকুড়ায়। তাঁদেরও ডাক পড়তে পারে তৃণমূলে, মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য, একুশের নির্বাচনের পর থেকে বিজেপির ভরাডুবি হয়েই চলেছে। তারই জেরে বঙ্গ বিজেপিতে রদবদল করা হচ্ছে। সম্প্রতি নতুন রাজ্য কমিটি গঠন ছাড়াও ৩০ জেলা সভাপতি বদল করা হয়েছে। আর তারপর থেকেই রাজ্যজুড়ে বিজেপিতে এই বিদ্রোহ শুরু হয়।
উল্লেখ্য, বিজেপিতে রাজ্যজুড়ে বিদ্রোহের আঁচ ছড়িয়ে পড়েছে। মতুয়াদের এই ধারায় পা মেলালেন বাঁকুড়ার চার বিধায়কও। মতুয়া মহলে পাঁচ বিধায়ক দলের হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার পর বাঁকুড়ার ৪ বিধায়কও একই পথের পথিক হলেন। মতুয়াদের প্রতি অবহেলার অভিযোগ এনে তাঁরা বিদ্রোহ করেন। দলের নয়া রাজ্য কমিটিতে তাঁরা গুরুত্ব পাননি বলে অভিযোগ। এরপরই দলের পাঁচ মতুয়া বিধায়ক বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যান। এবার প্রতিবাদের এই ধারায় পা মেলালেন বাঁকুড়ার চার বিধায়কও।