আজ মন ভালো থাকবে কর্কটের, প্রাপ্তিযোগ কন্যার, দেখুন আজকের রাশিফল

আজ মন ভালো থাকবে কর্কটের, প্রাপ্তিযোগ কন্যার, দেখুন আজকের রাশিফল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
কর্কটের

আজ মন ভালো থাকবে কর্কটের, প্রাপ্তিযোগ কন্যার, দেখুন আজকের রাশিফল। আজকের দিনে অন্যান্য রাশির জাতক জাতিকার দিনের সময় কেমন কাটবে? জাঅতে চোখ রাখুন এই প্রতিবেদনে।

মেষ রাশিঃ 

নিজের স্বাস্থ্যের উপর অধিক নজর দিন। অবহেলা করলে ফল খারাপ হতে পারে। কোনও কাগজ না পড়ে সই করবেন না। বিনোদনে কিছুটা সময় ব্যয় করতে পারেন।

বৃষ রাশিঃ 

মেডিটেশন করুন। মানসিক স্থিরতা আপনার জন্য এখন খুবই প্রয়োজনীয়। সংসারের দায়িত্ব নিতে গিয়ে কর্মক্ষেত্র অবহেলা করবেন না। উদারতার সুযোগ নিতে পারে কিছু মানুষ, সাবধান হোন।

মিথুন রাশিঃ 

প্রেমিক-প্রেমিকাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলুন। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। সম্ভাব্যক্ষেত্রে দম্পতিদের কারো কারো সন্তান লাভ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।

 

কর্কট রাশিঃ 

জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক চিন্তা-চেতনার সমৃদ্ধি আসতে পারে। মন ভালো থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।

সিংহ রাশিঃ 

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন।

কন্যা রাশিঃ 

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মূল্যবোধ বজায় রাখুন। কোনো আত্মীয়ের সাথে দেখা হতে পারে। বাড়িতে অতিথিদের সঙ্গে আনন্দে সময় কাটাতে পারেন।

তুলা রাশিঃ 

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারে। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।

 

আর ও পড়ুন      শিলিগুড়িতে অশোকেই ভরসা বামেদের  

 

বৃশ্চিক রাশিঃ 

শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যয় কমানোর চেষ্টা করুন।

ধনু রাশিঃ 

কোনো আশা পূরণ হতে পারে। ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

মকর রাশিঃ 

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ রাশিঃ 

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে। পেটের পীড়ায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

মীন রাশিঃ 

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। প্রেম ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top