রাজ্য সরকারকে এক হাত নিলেন অধীর রঞ্জন চৌধুরী

রাজ্য সরকারকে এক হাত নিলেন অধীর রঞ্জন চৌধুরী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সরকারকে

রাজ্য সরকারকে এক হাত নিলেন অধীর রঞ্জন চৌধুরী । বুধবার বহরমপুর মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে একাধিক বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীমুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে বুধবারের দিন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী একাধিক বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন।

 

রাজ্য রাজ্যপালের সংঘাত প্রসঙ্গে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষ করে বলেন রাজ্য এখন রাজা ও রাজ্যের দ্বন্দ্ব চলছে পাশাপাশি আসন্ন পৌর নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের প্রতি ভরসা রাখতে পারছেন না বলে অভিযোগ করেন বুধবার সাংবাদিক বৈঠক থেকে বহরমপুর সংসদ অধীর রঞ্জন চৌধুরী।

 

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য তথা দেশে ওমিক্রণ সংক্রমণ বাড়তে থাকার জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে অমিক্রণ বিষয় নিয়ে আরো সজাগ ও সচেতন থাকার আবেদন জানিয়েছেন পাশাপাশি বহরমপুর মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে বুধবারের সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী গঙ্গাসাগর মেলার একটি স্বীকৃতির জন্য সরকারের কাছে আবেদন রাখলেন।

 

আর ও পড়ুন    ঘুম-টাইগার হিলে স্নোফলের জেরে উল্লাসিত পর্যটক

 

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী গঙ্গা ভাঙ্গন নিয়ে রাজ্য সরকারকে এক হাত নিয়ে বলেন সব সময় কেন্দ্রীয় দেবে তারপর রাজ্য করবে এমন ভাবনা ছাড়ুন ভাঙ্গন প্রতিরোধে আপনারা সক্রিয় হন এবং ভাঙ্গন কবলিত এলাকার সাধারন মানুষের জান কিছু অন্তত করুন, মালদা ও মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে ভূগোল পাল্টে যাচ্ছে ভাঙ্গনের জন্য তাও রাজ্য সরকার সক্রিয় হচ্ছে না।

 

লোকসভার পরিষদীয় বিরোধীদলীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী গঙ্গা ভাঙ্গন প্রসঙ্গে আরো বলেন রাজ্য সরকার কেন্দ্রের ওপর দায় চাপিয়ে দিয়ে নিজের দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে আমরা কেন্দ্র সরকারের কাছেও ভাঙ্গন নিয়ে আবেদন করব কিন্তু সব দোষ কেন্দ্রের ওপর চাপিয়ে রাজ্য রাজ্যের দায়িত্ব ঝেড়ে ফেলতে পারবেন না। সব মিলিয়ে বুধবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে একাধিক বিষয় নিয়ে রাজ্য সরকারকে এক হাত নিলেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top