গঙ্গাসাগর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা বাড়তে থাকায় নতুন বছরে বেশ কিছু বিধিনিষেধ চালুর ইঙ্গিত দিলেন। কলকাতায় চালু হবে কনটেনমেন্ট জোন। আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের ওপর নজর রাখা হবে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। পর্যালোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আজ তিন দিনের সাগর সফর সেরে কলকাতায় ফেরার পথে সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির ওপর সরকার সবসময় নজর রাখছে। পর্যালোচনা চলবে। পরিস্থিতির ওপর বিচার করে সরকার সিদ্ধান্ত নেবে। সাগরমেলা বন্ধ করা হবে না। কারণ ভিনরাজ্য থেকে প্রচুর মানুষ ইতিমধ্যে রওনা দিয়েছে। আমরা আঠকে দিতে পারিনা।
করোনা বিধির ওপর জোর দেওয়া হচ্ছে। কারণ এই মেলার সঙ্গে লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িয়ে আছে। এই মেলা পাবলিকের। কুম্ভমেলা নিয়ে তো এত কথা হয় না। স্কুল- কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত এখনও হয়নি। আমি বলেছি, পরিস্থিতির ওপর পর্যালোচনা করতে। প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়া হবে।
আমি পড়ুয়াদের স্বাস্থ্য নিয়ে কোন সমঝোতা করতে পারন না। আমি চাইনা একজন পড়ুয়াও করোনা আক্রান্ত হোক। বাজারগুলিতে আবার শারীরিক দূরত্ব বিধি চালু করতে বলব। বাজার কমিটিগুলিকে দায়িত্ব নিতে হবে।
আর ও পড়ুন ভল্লুকের আতংক ফের আলিপুরদুয়ারে
উল্লেখ্য, গঙ্গাসাগর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা বাড়তে থাকায় নতুন বছরে বেশ কিছু বিধিনিষেধ চালুর ইঙ্গিত দিলেন। কলকাতায় চালু হবে কনটেনমেন্ট জোন। আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের ওপর নজর রাখা হবে। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। পর্যালোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।আজ তিন দিনের সাগর সফর সেরে কলকাতায় ফেরার পথে সংবাদমাধ্যমকে মুখ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির ওপর সরকার সবসময় নজর রাখছে। পর্যালোচনা চলবে। পরিস্থিতির ওপর বিচার করে সরকার সিদ্ধান্ত নেবে।
সাগরমেলা বন্ধ করা হবে না। কারণ ভিনরাজ্য থেকে প্রচুর মানুষ ইতিমধ্যে রওনা দিয়েছে। আমরা আঠকে দিতে পারিনা।করোনা বিধির ওপর জোর দেওয়া হচ্ছে। কারণ এই মেলার সঙ্গে লক্ষ লক্ষ মানুষের আবেগ জড়িয়ে আছে। এই মেলা পাবলিকের। কুম্ভমেলা নিয়ে তো এত কথা হয় না। স্কুল- কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত এখনও হয়নি। আমি বলেছি, পরিস্থিতির ওপর পর্যালোচনা করতে। প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়া হবে।