গঙ্গায় নিজস্ব নতুন একটি জেটি তৈরি করল কলকাতা পুলিশ। জেটির নাম দেওয়া হয়েছে ‘কলকাতা পুলিশ কমিশনারেট’ জেটি। বুধবার এই জেটির উদ্বোধন করেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। পুলিশের মতে, মুম্বই হামলার পর থেকেই কলকাতায় নদীপথে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত নজরদারি শুরু হয়েছে।
কলকাতার গঙ্গায় নজরদারির মূল দায়িত্ব রয়েছে জল পুলিশ বা কলকাতা পুলিশের ‘রিভার ট্রাফিক’এর উপর। তার জন্য আউট্রাম ঘাটের কাছে রয়েছে জল পুলিশের নিজস্ব একটি জেটি। প্রথমে টহল দিত জল পুলিশের লঞ্চ। ক্রমে টহলদার লঞ্চের সংখ্যা বৃদ্ধি করা হয়। গত কয়েক বছর ধরে গঙ্গায় টহল দিচ্ছে কলকাতা পুলিশের স্পিডবোট ও ওয়াটার স্কুটার। তবে এতগুলি জলযানের জন্য জল পুলিশের দপ্তরের লাগোয়া জেটি ছাড়াও আরও একটি জেটি তৈরির পরিকল্পনা করে কলকাতা পুলিশ।
লালবাজারের পক্ষ থেকে গঙ্গার ঘাটে সমীক্ষাও চালানো হয়েছিল। তখনই দেখা যায়, তক্তাঘাটের কাছে একটি জেটি অব্যবহৃত হয়ে রয়েছে। বন্দর কর্তৃপক্ষর কাছ থেকে ওই জেটি ব্যবহার করার জন্য অনুমতি নেয় কলকাতা পুলিশ। ওই জেটি সারিয়ে তুলে পুলিশ নিজের মতো তৈরি করে নেয়। এই জেটিতে দাঁড়াতে পারে দু’টি লঞ্চ অথবা একাধিক স্পিড বোট।
আর ও পড়ুন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন বলিউড কাঁপানো ডান্সার নোরা ফতেহি
পুলিশের সাবধানবাণী, মুম্বইয়ের আদলে কখনও জলপথে জঙ্গিরা কলকাতায় হামলা চালানোর ছক কষতে পারে। কারণ বাংলাদেশ থেকে সুন্দরবন হয়ে জঙ্গিরা কলকাতায় দিকে পাড়ি দিতে পারে, এমন সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
জঙ্গিরা যদি ছোট নৌকা করে গঙ্গা ধরে কলকাতার কোনও ঘাট বা বন্দরে এসে উঠে কাসভদের মতো স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালাতে শুরু করে, তার ফল হবে মারাত্মক। আর তাই কলকাতাকে সুরক্ষিত রাখতে দক্ষিণ থেকে উত্তরের বরানগর পর্যন্ত দিনে ও রাতে গঙ্গায় প্রত্যেকটি লঞ্চ ও মৎস্যজীবীদের নৌকার উপর নজর রাখতে হয় পুলিশকে। নজরদারির জন্য জল পুলিশের প্রয়োজন ছিল আরও একটি জেটির। যেখান থেকে দক্ষিণের বন্দর এলাকার উপর জলপথে নজরদারি সহজ হবে। তাই এই নতুন জেটি তৈরি করা।
উল্লেখ্য, নাশকতা রুখতে সুরক্ষাকে গুরুত্ব দিতে এবার গঙ্গায় নিজস্ব নতুন একটি জেটি তৈরি করল কলকাতা পুলিশ। জেটির নাম দেওয়া হয়েছে ‘কলকাতা পুলিশ কমিশনারেট’ জেটি। বুধবার এই জেটির উদ্বোধন করেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র। পুলিশের মতে, মুম্বই হামলার পর থেকেই কলকাতায় নদীপথে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অতিরিক্ত নজরদারি শুরু হয়েছে। কলকাতার গঙ্গায় নজরদারির মূল দায়িত্ব রয়েছে জল পুলিশ বা কলকাতা পুলিশের ‘রিভার ট্রাফিক’এর উপর।
তার জন্য আউট্রাম ঘাটের কাছে রয়েছে জল পুলিশের নিজস্ব একটি জেটি। প্রথমে টহল দিত জল পুলিশের লঞ্চ। ক্রমে টহলদার লঞ্চের সংখ্যা বৃদ্ধি করা হয়। গত কয়েক বছর ধরে গঙ্গায় টহল দিচ্ছে কলকাতা পুলিশের স্পিডবোট ও ওয়াটার স্কুটার। তবে এতগুলি জলযানের জন্য জল পুলিশের দপ্তরের লাগোয়া জেটি ছাড়াও আরও একটি জেটি তৈরির পরিকল্পনা করে কলকাতা পুলিশ।