নতুন বছরের শুরুতেই জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ঠ হয়ে ১২ জনের মৃত্যু ঘটেছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোরদার গতিতে চলছে উদ্ধার কাজ। জানা গিয়েছে, স্থানীয় কাটরার বিল্ডিং এলাকায় শনবার রাত ২ টো বেজে ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মন্দিরের ৩ নম্বর গেটের কাছেমর্মান্তিক এই ঘটনা ঘটে।
উল্লেখ্য, ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যা থেকেই মন্দিরে ভীর জমাতে শুরু করেন বিপুল সংখ্যাক মানুষ। তবে করোনা বিধি সত্বেও কীভাবে এই ভবন এলাকায় দুর্ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।
তবে প্রাথমিকভাবে পুলিশ সুত্রে জানা গিয়েছে, যে সমস্ত ভক্তরা মন্দির দর্শনের জন্য বিল্ডিং এলাকায় পৌছেছিলেন তাঁদের মধ্যে প্রথমে তর্কাতর্কি বাধে। পরে তা হাতাহাতিতে পরিণত হয়। আর তারপরেই পরিস্থিতি খারাপ হয়। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ জানিয়েছেন, বৈষ্ণোদেবী মন্দির চত্বরে পদপৃষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত ১৩ জন।
আর ও পড়ুন ২০২২ সালের প্রথম মাসেই মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে স্থানীয় সময় রাত ২.৪৫ মিনিট নাগাদ ওই ঘটনা ঘটে। দর্শনার্থীদের দুই দলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরই একে অপরের প্রতি রুখে যায়। যার ফলে পদপৃষ্ট হওয়ার এই ঘটনা ঘটে। গোটা ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মৃতদের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেহেন। পাশাপাশি ভারতের জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্ণর মনোজ সিনহা নিহতদের পরিবার পিছু ১৯ লক্ষ্য টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানান।
উল্লেখ্য, নতুন বছরের শুরুতেই জম্মু-কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে পদপিষ্ঠ হয়ে ১২ জনের মৃত্যু ঘটেছে। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ১৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জোরদার গতিতে চলছে উদ্ধার কাজ। জানা গিয়েছে, স্থানীয় কাটরার বিল্ডিং এলাকায় শনবার রাত ২ টো বেজে ৪৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মন্দিরের ৩ নম্বর গেটের কাছেমর্মান্তিক এই ঘটনা ঘটে। ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যা থেকেই মন্দিরে ভীর জমাতে শুরু করেন বিপুল সংখ্যাক মানুষ। তবে করোনা বিধি সত্বেও কীভাবে এই ভবন এলাকায় দুর্ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠেছে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।তবে প্রাথমিকভাবে পুলিশ সুত্রে জানা গিয়েছে, যে সমস্ত ভক্তরা মন্দির দর্শনের জন্য বিল্ডিং এলাকায় পৌছেছিলেন তাঁদের মধ্যে প্রথমে তর্কাতর্কি বাধে। পরে তা হাতাহাতিতে পরিণত হয়। আর তারপরেই পরিস্থিতি খারাপ হয়। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি দিলবাগ সিংহ জানিয়েছেন, বৈষ্ণোদেবী মন্দির চত্বরে পদপৃষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত ১৩ জন।