বছরের প্রথম দিনে জমজমাট সোনামুখীর রণডিহা ড্যাম

বছরের প্রথম দিনে জমজমাট সোনামুখীর রণডিহা ড্যাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
রণডিহা

বছরের প্রথম দিনে জমজমাট সোনামুখীর রণডিহা ড্যাম । বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে মুকুটমণিপুর ও শুশুনিয়ার পর জায়গা করে নিয়েছে সোনামুখীর রণডিহা ড্যাম । এই ড্যামের এক প্রান্তে রয়েছে পূর্ব বর্ধমান জেলা এবং অপর প্রান্তে বাঁকুড়া জেলা ।

 

শীত পড়তেই এই ড্যামে পর্যটকরা প্রতিবছরই ভিড় জমান । তার ওপর বছরের প্রথম দিনে পর্যটকের ভিড়ে একেবারে জমজমাট এই রণডিহা ড্যাম । বাঁকুড়া জেলা এবং তার আশেপাশের জেলা থেকে পর্যটকরা এখানে প্রতি বছর পিকনিক করতে ভিড় জমান । তবে রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্য থেকেও পর্যটকেরা এখানে পিকনিক করতে আসেন । বছরের প্রথম দিনে ড্যামের যেদিকে চোখ যায় সেদিকেই শুধু পর্যটক পা ফেলার জায়গা নেই ।

 

তবে রণডিহা ড্যামে জল আটকে রাখার জন্য যে গেট রয়েছে সেই গেটের উপরে উঠে পরছে অনেক পর্যটক । ফলে কোন কারণে সেখান থেকে পড়ে গেলে প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে । অনেক পর্যটক বলছেন এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে আরও বেশি সচেতন হতে হবে যাতে করে এই গেটের উপর কোন পর্যটক উঠে যেতে না পারে ।

 

আর ও পড়ুন    ধামসা মাদলের তালে বর্ষ শেষ ও বর্ষ বরণের উৎসবে মাতলেন বাঁকুড়ার আদিবাসীরা

 

উল্লেখ্য, বছরের প্রথম দিনে জমজমাট সোনামুখীর রণডিহা ড্যাম । বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে মুকুটমণিপুর ও শুশুনিয়ার পর জায়গা করে নিয়েছে সোনামুখীর রণডিহা ড্যাম । এই ড্যামের এক প্রান্তে রয়েছে পূর্ব বর্ধমান জেলা এবং অপর প্রান্তে বাঁকুড়া জেলা ।শীত পড়তেই এই ড্যামে পর্যটকরা প্রতিবছরই ভিড় জমান । তার ওপর বছরের প্রথম দিনে পর্যটকের ভিড়ে একেবারে জমজমাট এই রণডিহা ড্যাম । বাঁকুড়া জেলা এবং তার আশেপাশের জেলা থেকে পর্যটকরা এখানে প্রতি বছর পিকনিক করতে ভিড় জমান ।

 

তবে রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্য থেকেও পর্যটকেরা এখানে পিকনিক করতে আসেন । বছরের প্রথম দিনে ড্যামের যেদিকে চোখ যায় সেদিকেই শুধু পর্যটক পা ফেলার জায়গা নেই ।তবে রণডিহা ড্যামে জল আটকে রাখার জন্য যে গেট রয়েছে সেই গেটের উপরে উঠে পরছে অনেক পর্যটক । ফলে কোন কারণে সেখান থেকে পড়ে গেলে প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে । অনেক পর্যটক বলছেন এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে আরও বেশি সচেতন হতে হবে যাতে করে এই গেটের উপর কোন পর্যটক উঠে যেতে না পারে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top