বর্ষবরণের দিনে রেকর্ড সংখ্যক পর্যটকদের ঢলে হাউজফুল বেঙ্গল সাফারি পার্ক

বর্ষবরণের দিনে রেকর্ড সংখ্যক পর্যটকদের ঢলে হাউজফুল বেঙ্গল সাফারি পার্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
হাউজফুল

বর্ষবরণের দিনে রেকর্ড সংখ্যক পর্যটকদের ঢলে হাউজফুল বেঙ্গল সাফারি। দুপুর ১২টাতেই ফুরোল পার্কের সাফারি সফরের টিকিট। ভিড় সামাল দিতে পার্কে সাফারির এগারোটি গাড়ির পাশাপাশি আরও দুটি সাফারি গাড়ি ভাড়ায় নিতে হয় এদিন পার্ক কর্তৃপক্ষকে। ভিন রাজ্যের পর্যটকদের পাশাপাশি উত্তর উত্তরবঙ্গের বাসিন্দাদের কাছে ছুটির দিন কিংবা যেকোনো উৎসব অনুষ্ঠানে সাফারি পার্ক হয়ে উঠেছে পাকাপাকি ঠিকানা। তার ওপর ২৫শে ডিসেম্বর থেকে নিউ ইয়ার ইভ পর্যন্ত সাফারিকে কেন্দ্র করে পর্যটকদের ধুম পড়ে।

 

বছরের শেষ এক সপ্তাহে শিলিগুড়ির অদূরে বন্যপ্রাণ উদ্যান বেঙ্গল সাফারিকে কেন্দ্র করে পর্যটকদের উন্মাদনা অন্য মাত্রা নেয়। শনিবার বর্ষবরণের দিনেও পুরোনো সব বছরের ধারাবাহিকতার রেকর্ড ভাঙলো সাফারি পার্ক।এদিন অনলাইন মাধ্যমে পার্কের সাফারির টিকিট বুকিংয়ের পাশাপাশি সকাল থেকে সশরীরে টিকিট কাউন্টারে টিকিট বিক্রির হিড়িক পড়ে যায় পর্যটকদের মধ্যে। যার জেরে দুপুর ১২টার মধ্যেই শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে জঙ্গল সাফারির সমস্ত টিকিট ফুরিয়ে যায়।

 

বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর বাদল দেবনাথ জানান টিকিট ফুরিয়ে যাওয়ার পরও দেখা যায় দূর দূরান্ত থেকে সাফারি সফরের জন্য একটা বড় অংশের পর্যটকেরা নানা আবেদন নিবেদন করছেন। বর্ষবরণে পর্যটকদের নিরাশ না করে বাইরে থেকে আরো দুটি অতিরিক্ত সাফারি গাড়ি ভাড়ায় নিয়ে পর্যটকদের সাফারি সফরের সুযোগ করে দেওয়া হয়।এতে ১৫০-২০০ জন অতিরিক্ত পর্যটককের সাফারি সম্ভব হয়এদিন শালুগাড়ার বন্যপ্রাণ উদ্যান ৪হাজার৮৮৬ জন পর্যটকদের নিয়ে নয়া রেকর্ড গড়ে।

 

আর ও পড়ুন     লালগড়ে ৫০ টি পরিবার বিজেপি ছেড়ে যোগদান করলো তৃনমূল কংগ্রেসে

 

একইসঙ্গে বর্ষবরণে উপহার হিসেবে এদিন পার্কের অ্যাভিয়েরি জোনেই দর্শকদের দেখা মেলে চিতা বাঘের। সাফারি পার্কে তরফে জানানো হয় অনেক ক্ষেত্রেই বহু পর্যটকের সাফারি সফর সম্ভব হয়না। সেক্ষেত্রে পার্কে আসা সে সমস্ত পর্যটকদের কথা মাথায় রেখে অ্যাভিয়েরি জোনে লেসার ক্যাটের পাশে একটি ফাঁকা খাঁচাবন্দি এনক্লোজারে একটি চিতা বাঘকে দর্শকদের জন্য রাখা হয়েছে। ডিরেক্টর বলেন এটি পর্যটকদের জন্য নতুন বছরের উপহার, পার্কের অ্যাভিয়েরি জোনে পায়ে হেঁটেই চিতাবাঘের দেখা মিলবে এখন থেকে পর্যটকদের।

 

উল্লেখ্য, বর্ষবরণের দিনে রেকর্ড সংখ্যক পর্যটকদের ঢলে হাউজফুল বেঙ্গল সাফারি। দুপুর ১২টাতেই ফুরোল পার্কের সাফারি সফরের টিকিট। ভিড় সামাল দিতে পার্কে সাফারির এগারোটি গাড়ির পাশাপাশি আরও দুটি সাফারি গাড়ি ভাড়ায় নিতে হয় এদিন পার্ক কর্তৃপক্ষকে। ভিন রাজ্যের পর্যটকদের পাশাপাশি উত্তর উত্তরবঙ্গের বাসিন্দাদের কাছে ছুটির দিন কিংবা যেকোনো উৎসব অনুষ্ঠানে সাফারি পার্ক হয়ে উঠেছে পাকাপাকি ঠিকানা। তার ওপর ২৫শে ডিসেম্বর থেকে নিউ ইয়ার ইভ পর্যন্ত সাফারিকে কেন্দ্র করে পর্যটকদের ধুম পড়ে।বছরের শেষ এক সপ্তাহে শিলিগুড়ির অদূরে বন্যপ্রাণ উদ্যান বেঙ্গল সাফারিকে কেন্দ্র করে পর্যটকদের উন্মাদনা অন্য মাত্রা নেয়।

 

শনিবার বর্ষবরণের দিনেও পুরোনো সব বছরের ধারাবাহিকতার রেকর্ড ভাঙলো সাফারি পার্ক।এদিন অনলাইন মাধ্যমে পার্কের সাফারির টিকিট বুকিংয়ের পাশাপাশি সকাল থেকে সশরীরে টিকিট কাউন্টারে টিকিট বিক্রির হিড়িক পড়ে যায় পর্যটকদের মধ্যে। যার জেরে দুপুর ১২টার মধ্যেই শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে জঙ্গল সাফারির সমস্ত টিকিট ফুরিয়ে যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top