রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজারের গন্ডি পার করে ফেললো

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজারের গন্ডি পার করে ফেললো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দ্রুত

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজারের গন্ডি পার করে ফেললো । রাজ্যে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা। রবিবারেও রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। ক্রিসমাসের পর থেকে একটানা বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন বছরের শুরুতেও তা অব্যাহত থাকল। শনিবার রাজ্যে সাড়ে চার হাজারের সামান্য বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন। রবিবার সেই সংখ্যা পেরিয়ে গেল ছয় হাজার। রবিবার রাজ্যে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ১৫.৯৩ শতাংশ।  রবিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১৫৩ জন।

 

পরিসংখ্যান অনুযায়ী, রবিবার প্রায় ৭ মাস পর সর্বোচ্চ দৈনিক সংক্রমণ রাজ্যে। এদিনও সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৯৪ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ৯৯৪। গোটা রাজ্যের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ কালিম্পংয়ে। একদিনে আক্রান্ত হয়েছেন মাত্র ৩ জন।

 

রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। কোভিড মুক্ত হয়ে সেরে উঠেছেন ২৪০৭। অন্যদিকে বর্তমানে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬। রাজ্যের এই করোনা পরিস্থিতির কারণে ৩ তারিখ থেকে কড়া বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

 

বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান। লোকাল ট্রেন বন্ধ থাকবে সন্ধে ৭টার পর। জিম, স্পা, সুইমিং পুল, বিউটি পার্লারও বন্ধ রাখা হবে। তাছাড়াও রাত ১০ টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোনও যান চলাচল করতে পারবে না।

 

আর ও পড়ুন    কোভিডে আক্রান্ত হলেন বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসি

 

উল্লেখ্য, রাজ্যে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা। রবিবারেও রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। ক্রিসমাসের পর থেকে একটানা বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন বছরের শুরুতেও তা অব্যাহত থাকল। শনিবার রাজ্যে সাড়ে চার হাজারের সামান্য বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন। রবিবার সেই সংখ্যা পেরিয়ে গেল ছয় হাজার। রবিবার রাজ্যে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ১৫.৯৩ শতাংশ।  রবিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬১৫৩ জন।

 

পরিসংখ্যান অনুযায়ী, রবিবার প্রায় ৭ মাস পর সর্বোচ্চ দৈনিক সংক্রমণ রাজ্যে। এদিনও সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। একদিনে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৯৪ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত হয়েছেন ৯৯৪। গোটা রাজ্যের মধ্যে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ কালিম্পংয়ে। একদিনে আক্রান্ত হয়েছেন মাত্র ৩ জন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top