ভোট বন্ধের জোরালো দাবি তুললেন দিলীপ ঘোষ । রাজ্যে বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা ছ’ হাজার ছাড়িয়েছে। এর মধ্যেই জানুয়ারি মাসে রয়েছে চারটি পুরসভার ভোট। বিরোধীরা এর মধ্যেই শোরগোল শুরু করেছে। দাবি করেছে, ভোট বন্ধ করা হোক। নয়তো বাড়বে সংক্রমণ। এবার এই নিয়ে জোরালো দাবি তুললেন বিজেপি–র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।সোমবার দিলীপ বাবু বললেন, বিধানসভা নির্বাচনের সময়ে রাজ্যে করোনা সংক্রমণ বাড়েনি। সেই সময় মহারাষ্ট্র ও দিল্লিতে করোনা বাড়ছিল।
আর এখানে দাবি উঠছিল, ভোট বন্ধ করে দাও। আর এখন রাজ্যে কয়েকটি পুরসভার ভোট হবে, তখন আর তা বন্ধ করতে পারছে না রাজ্য সরকার। কারণ ভোটটা লুট করতে হবে। কলকাতার সঙ্গেই অন্যান্য পুরসভার ভোট করিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে এই উদ্বেগ থাকত না।এখানেই শেষ নয়। বিজেপি সাংসদ আরও বললেন, ‘করোনা পরিস্থিতি এরপর কী হবে জানি না।
যদি আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ব্যাপক হারে করোনা ছড়ায়, তাহলে আদৌ কি ভোট সম্ভব? আর বাকী যে ১১৫টা পুরসভায় ভোট হওয়ার কথা, তার কী হবে? সেগুলো তো আরও জলের মধ্যে পড়ে যাবে।’ এর পরেই দিলীপ বাবু অভিযোগ করেন, ‘সরকার চায় না পুরভোট হোক। আমাদের বক্তব্য ছিল সব পুরসভার ভোট এক সঙ্গে হোক। সেটা করা হয়নি।
আর ও পড়ুন সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হল বাঘিনীকে
কোর্টের কাছ কানমোলা খেয়েও ইচ্ছে করে ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। এখন করোনা পরিস্থিতি সেরকম হলে নিশ্চয়ই বৈঠক বন্ধ করা উচিত।’এই পরিপ্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র বিশ্বজিৎ দেব বললেন, ‘দিলীপবাবু ভালো করেই জানেন বিজেপির পায়ের তলায় কোনও মাটি নেই। দলের অবস্থা একেবারে শোচনীয়। রাজ্য বিধানসভা নির্বাচন ও কলকাতা পুরসভার নির্বাচনে সেই প্রমাণ দিলীপবাবুরা পেয়েছেন।
দিলীপবাবুরা চাইছেন না এখানে নির্বাচন হোক। ভোটের মুখোমুখি হতে চাইছেন না তাঁরা। কারণ মানুষের সমর্থন তাঁদের সঙ্গে নেই। ফের তাদের ভরাডুবি হবে।’ তৃণমূল মুখপাত্র জানালেন, করোনার কথা মাথায় রেখেই ধাপে ধাপে নির্বাচন করাচ্ছে কমিশন। বিধানসভা নির্বাচন আট দফায় হয়েছিল। মমতা ব্যানার্জির অনুরোধ সত্ত্বেও শেষ তিন দফা একসঙ্গে করায়নি কমিশন। তাতে অনেক প্রাণহানি হয়েছে।
উল্লেখ্য, ভোট বন্ধের জোরালো দাবি তুললেন দিলীপ ঘোষ । রাজ্যে বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা ছ’ হাজার ছাড়িয়েছে। এর মধ্যেই জানুয়ারি মাসে রয়েছে চারটি পুরসভার ভোট। বিরোধীরা এর মধ্যেই শোরগোল শুরু করেছে। দাবি করেছে, ভোট বন্ধ করা হোক। নয়তো বাড়বে সংক্রমণ। এবার এই নিয়ে জোরালো দাবি তুললেন বিজেপি–র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।সোমবার দিলীপ বাবু বললেন, বিধানসভা নির্বাচনের সময়ে রাজ্যে করোনা সংক্রমণ বাড়েনি।
সেই সময় মহারাষ্ট্র ও দিল্লিতে করোনা বাড়ছিল।আর এখানে দাবি উঠছিল, ভোট বন্ধ করে দাও। আর এখন রাজ্যে কয়েকটি পুরসভার ভোট হবে, তখন আর তা বন্ধ করতে পারছে না রাজ্য সরকার। কারণ ভোটটা লুট করতে হবে। কলকাতার সঙ্গেই অন্যান্য পুরসভার ভোট করিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে এই উদ্বেগ থাকত না।এখানেই শেষ নয়। বিজেপি সাংসদ আরও বললেন, ‘করোনা পরিস্থিতি এরপর কী হবে জানি না।