করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়, আক্রান্ত তাঁর স্ত্রী-বাবাও

করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়, আক্রান্ত তাঁর স্ত্রী-বাবাও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
তাঁর

করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়, আক্রান্ত তাঁর স্ত্রী-বাবাও। নিজেই ট্যুইট করে জানালেন সে কথা। এই নিয়ে তৃতীয়বার করোনা আক্রান্ত হলেন তিনি। ট্যুইটে ককটেল জ্যাবের দাম নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে মেনশন করে একরাশ ক্ষোভ উগরে দেন।

 

এদিন সকালে ট্যুইট করে গায়ক লেখেন, ‘আমি, আমার স্ত্রী, আমার বাবা, একাধিক কর্মী করোনা পজিটিভ। কিন্তু আমার মূল চিন্তা হচ্ছে ৬১ হাজার টাকা দামের ককটেল ওষুধ যা প্রবলভাবে আক্রান্ত রোগীদের দেওয়া হচ্ছে। বাবা, বয়স ৮৪, তাঁকে এখনই এই ইঞ্জেকশন দিতে হবে এবং এখনই এটি কিনতেও হবে আমাকে। কীভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ এটি কিনবে?

 

আর ও পড়ুন    শীতের দাপট শেষ হচ্ছে কবে? কবে থেকে চড়বে তাপমাত্রা? জানুন

 

যেহেতু সম্পূর্ণ টিকাপ্রাপ্তরাও সংক্রমিত হচ্ছেন, তাই টিকা অভিযানের সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালেও এই ইঞ্জেকশনটি পাওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে। টিকাকরণ জরুরি কিন্তু, ককটেল এই মুহূর্তে প্রয়োজনীয়।’ নিজের ট্যুইটে বাবুল ট্যাগ করেছেন মনসুখ মাণ্ডব্য ও অমিত শাহকে।

 

এই নিয়ে তৃতীয়বার করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। মঙ্গলবার সকালে টুইট করে জানালেন সেকথা। তিনি লিখেছেন, ‘‌আমি, আমার স্ত্রী, বাবা, একাধিক কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ। এই নিয়ে আমার তৃতীয়বার। প্রথমবার ২০২০ সালের নভেম্বরে, যখন আমি আমার মাকে হারিয়েছিলাম। দ্বিতীয়বার ২০২১ সালের এপ্রিলে। এবার ফের হল। যদিও খুব একটা চিন্তিত নই।এরই সঙ্গে অ্যান্টিবডি ককটেল নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

 

তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে লিখেছেন, ‘‌কোভিডে আক্রান্ত গুরুতর অসুস্থদের ককটেল টিকা দেওয়া প্রয়োজন। বাবার ৮৪ বছর বয়স। তাঁর জন্য এই ককটেল টিকা কিনতে হবে। কিন্তুই এই ককটেলের দাম ৬১ হাজার টাকা। তা হলে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ কীভাবে এটা কিনবেন?‌’‌ এরই সঙ্গে তিনি লিখেছেন, ‘‌কেন্দ্রের উচিত করোনার টিকার সঙ্গে সরকারি হাসপাতালে এই ককটেলও উপলব্ধ করা। টিকা দেওয়া আবশ্যক। কিন্তু ককটেল ঘণ্টাখানেকের মধ্যে দরকার।’‌

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top