খেজুরিতে বোমা ফেটে মৃত ৩; বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর। এলাকা দখলের লড়াইয়ে রক্তারক্তি কাণ্ড। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালনের পর বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ শাসক শিবিরের বিরুদ্ধে। ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি। বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মঙ্গলবার সকাল থেকে BJP কর্মীদের বাড়িতে দফায় দফায় ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। তবে BJP-র দাবি, এলাকা দখলের জন্য তাঁদের কর্মীদের বাড়িতে হামলা চালাচ্ছে রাজ্যের শাসকদল।
এদিকে খেজুরি টু দক্ষিণ মণ্ডলের জনকা অঞ্চলের ১৯৫ নম্বর পশ্চিম ভাঙ্গনমারি বুথে বোমা বাঁধতে গিয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ২ জন গুরুতর জখম হয়েছেন। বিজেপির অভিযোগ, যাঁরা মারা গিয়েছেন তাঁরা তৃণমূলকর্মী। এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য বোমা বাঁধা হচ্ছিল। তবে তৃণমূলের তরফে জানানো হয়েছে, মৃত ব্যক্তিরা দলের কর্মী ছিলেন না। ঘটনার সূত্রপাত নতুন বছরের প্রথম দিনে। গত ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসে পার্টির প্রতিষ্ঠা দিবসে খেজুরি ২ নম্বর ব্লকের গোড়াহাট, কটকাদেবী চক গ্ৰামে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের উপর তাণ্ডব চালানোর অভিযোগ করেছে বিজেপি।
তাদের অভিযোগ, বিভিন্ন এলাকা থেকে হার্মাদ বাহিনী নিয়ে কটকাদেবীচক গ্ৰামের বিজেপি কর্মী বুলা গিরিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তার পর রাতে লোহার রড, লাঠি দিয়ে তাঁর পা ভেঙে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এর পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে স্থানীয় মানুষের সহযোগিতায় তাঁকে বাড়ি নিয়ে এসে চিকিৎসা করানো হয়। ঘটনার খবর পেয়ে তাঁর বাড়িতে যান বিজেপি জেলা সভাপতি সুদাম পন্ডিত, জেলা সাধারণ সম্পাদক তাপস কুমার দোলই, বিধায়ক শান্তনু প্রামাণিক প্রমুখ। তার পর ফের ২ জানুয়ারি তৃণমূলের পঞ্চায়েত শিলাদিত্য বর, অমলেন্দু বর,সঞ্জয় বরদের নেতৃত্বে বেছে বেছে বিজেপি কর্মীদের উপর হামলা হয় বলে অভিযোগ বিজেপির।
আর ও পড়ুন রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষার তারিখ ঘোষণা
দেবকুমার মাইতি, অসীম বর,পল্টু বর, রবীন বর, অলকেশ বর- সহ প্রায় ৮ থেকে ১০ জন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও লুটপাঠ চালানোর অভিযোগ। এমনকী মহিলাদের সম্মানহানি করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ। জনকা থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দিনের পর দিন পুলিশের সামনেই পুরো ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের। এর পরেই এদিন ফের উত্তপ্ত হয় খেজুরি। সূত্রের খবর, খেজুরি ২ নম্বর ব্লকের পশ্চিম ভাঙ্গনমারির ১৯৫ নম্বর বুথে দুষ্কৃতিকারীরা বোমা বাঁধতে গেলে বিস্ফোরণ ঘটে। প্রবল বিস্ফোরণে কেঁপে এলাকার বিজেপি বিধায়ক শান্তনু প্রামাণিকের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নিজেরা বোমা বাঁধতে গিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে।
এই বিষয়ে খেজুরির BJP বিধায়ক শান্তনু প্রামাণিক বলেন, ‘খেজুরিতে নতুন করে সন্ত্রাস ছড়াচ্ছে তৃণমূল। খেজুরির একাধিক গ্রামে বিজেপি কর্মীদের উপর হামলা চালিয়েছে। কর্মীদের মারধর করেছে। এই নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে পুলিশ কোনও পদক্ষেপ করছে না।’ এদিকে তৃণমূলের দাবি, কে বা কারা বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে, সেই বিষয়ে তারা জানে না। পুলিশ তদন্ত করছে। প্রকৃত সত্য সামনে আসবে। উল্লেখ্য, একুশের ভোটের এপিসেন্টার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জেতেন শুভেন্দু। ঠিক তার পাশের বিধানসভা কেন্দ্রেও জয়লাভ করেন বিজেপি প্রার্থী শান্তনু প্রামাণিক। ভোটের ফল প্রকাশের পর একাধিকবার রক্তাক্ত হয়েছে এই খেজুরি।