মালদা জেলায় শক্তি বৃদ্ধি হল ঘাসফুল শিবিরের

মালদা জেলায় শক্তি বৃদ্ধি হল ঘাসফুল শিবিরের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ঘাসফুল

মালদা জেলায় শক্তি বৃদ্ধি হল ঘাসফুল শিবিরের। কংগ্রেস ছেড়ে প্রধান ও কর্মাধক্ষ্য সহ শতাধীক তৃণমুলে যোগ। ফলে মালদা জেলায় শক্তি বৃদ্ধি হল ঘাসফুল শিবিরের।বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন।পঞ্চায়েত নির্বাচনের বছরখানেক আগে থেকেই শুরু হলো হাত শিবিরের ভাঙ্গন।কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মালদার চাঁচল-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহজাহান আলম।

 

খরবা গ্রাম পঞ্চায়েত এলাকার ইসলামপুর বুথে যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের হাত ধরে দলে যোগ দেন শাহজাহান। একইসঙ্গে খরবা গ্রাম পঞ্চায়তের প্রাক্তন প্রধান লতিফুর রহমান ও খরবা গ্রাম পঞ্চায়তের কংগ্রেসের অঞ্চল সভাপতি হাজি জাহাঙ্গীর আলম সহ প্রায় শতাধিক কর্মী ও সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন।চাঁচলের খরবাই ওই যোগদান শিবিরে তৃণমূলের পতাকা ধরেন খরবা পঞ্চায়েত প্রাক্তন প্রধান লতিফুর রহমানও।

 

শূধু তাই নয়,খরবা অঞ্চলের কংগ্রেসের দাপুটে নেতা জাহাঙ্গীর আলমও দলবল নিয়ে তৃণমূলে যোগ দেন এদিন।প্রায় শতাধিক মানুষ কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে বলে দাবি করেছেন চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ।তৃণমূলে যোগদানকারি কংগ্রেসের কর্মাধ‍্যক্ষ শাহজাহান আলম জানান,স্ব ইচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছি।মুখ‍্যমন্ত্রী মমতা ব‍্যানার্জীর উন্নয়নে আপ্লুত হয়ে ঘাসফুলে যোগদান করলাম।মানুষ ও এলাকার উন্নয়ন আমাদের লক্ষ্য। সেই কারনে দল পরিবর্তন।

 

চাঁচলের বিধায়ক নীহার রঞ্জন ঘোষ বলেন,আমি সবেমাত্র চাঁচলে পা রেখেছি।তবে আমাকে ভালোবাসে সবাই কাছে আসছেন।দিদির কর্মযঞ্জতে সামিল হয়ে কাজ করতে মানুষ দলে দলে তৃণমূলে যোগ দিচ্ছেন। উন্নয়ন সব গ্রামেই হচ্ছে।সবাই স্বইচ্ছায় যোগ দিচ্ছে।যদিও চাঁচোল ১ নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি আনজারুল হকের অভিযোগ, প্রলোভনের ফাঁদে পা দিয়ে এই দল বদল হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের কোনো প্রভাব পড়বে না।

 

আর ও পড়ুন    সিসিলিতে উদ্ধার প্রচুর শিশু মমি, রহস্য উদঘাটনে মরিয়া বিজ্ঞানীরা

 

উল্লেখ্য, মালদা জেলায় শক্তি বৃদ্ধি হল ঘাসফুল শিবিরের। কংগ্রেস ছেড়ে প্রধান ও কর্মাধক্ষ্য সহ শতাধীক তৃণমুলে যোগ। ফলে মালদা জেলায় শক্তি বৃদ্ধি হল ঘাসফুল শিবিরের।বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন।পঞ্চায়েত নির্বাচনের বছরখানেক আগে থেকেই শুরু হলো হাত শিবিরের ভাঙ্গন।কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন মালদার চাঁচল-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শাহজাহান আলম। খরবা গ্রাম পঞ্চায়েত এলাকার ইসলামপুর বুথে যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের হাত ধরে দলে যোগ দেন শাহজাহান।

 

একইসঙ্গে খরবা গ্রাম পঞ্চায়তের প্রাক্তন প্রধান লতিফুর রহমান ও খরবা গ্রাম পঞ্চায়তের কংগ্রেসের অঞ্চল সভাপতি হাজি জাহাঙ্গীর আলম সহ প্রায় শতাধিক কর্মী ও সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন।চাঁচলের খরবাই ওই যোগদান শিবিরে তৃণমূলের পতাকা ধরেন খরবা পঞ্চায়েত প্রাক্তন প্রধান লতিফুর রহমানও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top