ছাগলের টোপে খাঁচাবন্দি চিতাবাঘ। সাত ছাগল খাওয়া লেপার্ড অবশেষে খাচা বন্দি হল বুধবার। এদিন সকালে ছাগলের টোপে খাচা বন্দি হয় পূর্নবয়স্ক স্ত্রী লেপার্ডটি। জানা গিয়েছে বেশ কিছুদিন থেকেই জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া এথেলবাড়ি এলাকায় পর পর ছাগল সাবার করছিল বুনো লেপার্ডটি।
পর সাত ছাগল খেয়ে রেকর্ড করে লেপার্ডটি। রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে ঢুকে হাস মুরগির খোপ থেকে হাস মুরগি টেনে নিতেও সিদ্ধহস্ত ছিল এই লেপার্ডটি। বিকেলের পর মাঠ থেকে ছাগল বাড়ি আনতে একটু দেরি হলেই তা এই লেপার্ডের পেটে চলে যেত। ক্ষুব্ধ গ্রামবাসিরা বনদফতরে অভিযোগ জানালে ছাগলের টোপ দিয়ে খাচা পাতে বন দফতর। বুধবার সকালে এথেলবাড়ি চেকপোষ্ট লাগোয়া দুর্গাবাড়ি কলোনিতে রবীন রাইয়ের বাড়ির পেছনে সুপারি বাগানে পেতে রাখা লোহার খাচায় বন্দি হয় লেপার্ডটি।
পাশেই জলপাইগুড়ি বনবিভাগের দলগাও রেঞ্জের জঙ্গল। দলগাও বন দফতরের পক্ষ থেকেই লেপার্ড খাচা বন্দি করতে ফাদ পাতা হয়েছিল। অবশেষে ছাগল খেকো লেপার্ড ফাদে পা দিতেই বন্দি হল।জানা গিয়েছে শীতের সময় নিজের ছানাদের বাবা লেপার্ডের হাত থেকে রক্ষা করার জন্য জঙ্গল ছেড়ে ছানাদের নিয়ে মায়েরা জঙ্গল লাগোয়া বিভিন্ন চাবাগান বা ঝোপ ঝাড়ে আশ্রয় নেয়। বাবা লেপার্ডরা সাধারনত নিজেদের ছানাদের খেয়ে ফেলে। তাই বাবার কাছ থেকে ছানাদের বাচাতে মা লেপার্ড এই পন্থা অবলম্বন করে।
পূর্ন বয়স্ক্ স্ত্রী লেপার্ড হওয়ায় আশ পাশের এলাকায় লেপার্ডের শাবক রয়েছে কি না তাও খতিয়ে দেখছে বন দফতর। দলগাও রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, ‘ গ্রামবাসিদের অভিযোগের ভিত্তিতে আমরা এলাকায় খাচা পেতে ছিলাম। বার বার ছাগল গরু নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এদিন সকালে লেপার্ডটি খাচা বন্দি হয়। খাচা বন্দি লেপার্ডটিকে জলদাপাড়া বন্যপ্রাণ শাখায় নিয়ে যাওয়া হয়। সেখানে জলদাপাড়া জাতীয় উদ্যানে লেপার্ডটিকে ছেড়ে দেওয়া হয়েছে।
আর ও পড়ুন স্থগিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
জানা গিয়েছে লেপার্ডটি জঙ্গলে ছাড়ার সময় জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও দীপক এম নিজে উপস্থিত ছিলেন। জলদাপাড়া জাতীয় উদ্যানের পশু চিকিতসক লেপার্ডটিকে পরীক্ষা করার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডি এফ ও দীপক এম বলেন, “ এটি একটি পূর্নবয়স্ক স্ত্রী লেপার্ড। লেপার্ডটি সম্পূর্ন সুস্থ্য রয়েছে। এদিন এটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ছাগলের টোপে খাঁচাবন্দি চিতাবাঘ। সাত ছাগল খাওয়া লেপার্ড অবশেষে খাচা বন্দি হল বুধবার। এদিন সকালে ছাগলের টোপে খাচা বন্দি হয় পূর্নবয়স্ক স্ত্রী লেপার্ডটি। জানা গিয়েছে বেশ কিছুদিন থেকেই জলদাপাড়া জাতীয় উদ্যান লাগোয়া এথেলবাড়ি এলাকায় পর পর ছাগল সাবার করছিল বুনো লেপার্ডটি। পর সাত ছাগল খেয়ে রেকর্ড করে লেপার্ডটি। রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে ঢুকে হাস মুরগির খোপ থেকে হাস মুরগি টেনে নিতেও সিদ্ধহস্ত ছিল এই লেপার্ডটি। বিকেলের পর মাঠ থেকে ছাগল বাড়ি আনতে একটু দেরি হলেই তা এই লেপার্ডের পেটে চলে যেত। ক্ষুব্ধ গ্রামবাসিরা বনদফতরে অভিযোগ জানালে ছাগলের টোপ দিয়ে খাচা পাতে বন দফতর। বুধবার সকালে এথেলবাড়ি চেকপোষ্ট লাগোয়া দুর্গাবাড়ি কলোনিতে রবীন রাইয়ের বাড়ির পেছনে সুপারি বাগানে পেতে রাখা লোহার খাচায় বন্দি হয় লেপার্ডটি।