বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল আপ বনগাঁ লোকাল। রবিবারের সকালে ব্যাপক আতঙ্ক ছাড়াই রানাঘাট স্টেশনে।জানা যায়,৭টা বেজে ২৩ মিনিট নাগাদ রানাঘাট স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে আপ বনগাঁ লোকাল। সেইসময় ট্রেনের গতি ছিল খুবই ধীরে ছিল l এমন সময়ই এক মানসিক ভারসাম্যহীন রোগী প্ল্যাটফর্ম থেকে লাফ মেরে সোজা চালকের কেবিনে ঢুকে পড়েন। কেবিনে ঢুকেই জুতো দিয়ে চালককে মারতে শুরু করেন। এরপরই ট্রেন যথাস্থানে না থেমে, সোজা গিয়ে বাফারে ধাক্কা মারে।দুর্ঘটনার জেরে ট্রেনের প্রথম ২টি কামরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে বসার আসন lরবিবারের সকালে যাত্রী কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। পূর্ব রেলের সিপিআরও রবি মহাপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার জেরে কোনও যাত্রী আহত হননি।ট্রেনের গতি খুবই কম থাকায় প্রায় সকলেই ট্রেন থেকে নেমে পড়েছিল স্টেশন এ l যদিও, ৪-৫ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর।চালক দাবি করেছেন, প্ল্যাটফর্মে ঢোকার সময় ট্রেনের গতি ছিল ঘণ্টায় ৫ কিলোমিটার l দুর্ঘটনার পিছনে চালকের কোনও গাফিলতি রয়েছে কি না, তাঁর অসতর্কতার কারণেই এই ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হবে। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ l