পুরুলিয়ায় উদ্ধার হলো গন্ধগোকুল, তুলে দেওয়া হলো বন দফতরের হাতে। রাস্তার পাশ থেকে একটি গন্ধগকুল (কটাশ) উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার পুরুলিয়ার মানবাজার ১ বনাঞ্চলের পাথরমহড়া এলাকায় অদুরেই পার্কের কাছে বন্য প্রানীটিকে দেখতে পায় স্থানীয় গ্রামের বাসিন্দারা। স্থানীয় কিছু মানুষজন সেই বন্য প্রানীটিকে মারতে উদ্যত হয়।
পরে গ্রামের কিছু বাসিন্দা বন্য প্রানীটিকে আটকে রাখে। পরে ঘটনার খবর দেওয়া হয় বনদফতরকে। ঘটনাস্থলে পৌছে বন্য প্রানীটিকে উদ্ধার করে রেঞ্জ কার্যলয়ে নিয়ে আসেন বনদফতরের কর্মীরা। সেখানে তার চিকিৎসা করা হয়। পরে কিছুক্ষন পর্যবেক্ষনে রাখার পর সেটিকে সুরুলিয়া মিনি জুতে পাঠানো হয়েছে। সেখানেই গন্ধগকুল পর্যবেক্ষনে রাখা হয়েছে।
আর ও পড়ুন পাঁচ রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন
বনদফতর সুত্রে জানাগিয়েছে, এক সময় গন্ধগকুল বেশি সংখ্যায় দেখা যেতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেকটাই কমে গিয়েছে গন্ধগকুলের সংখ্যা। এই বন্য প্রানীটি লোকালয়ের জঙ্গলে দেখা যেতো। মাঝে মধ্যেই খাবারের সন্ধ্যানে গৃহস্থের বাড়ীতে হাস মুরগির লোভে হানা দিয়ে থাকে। দেহকৃতি অনেকটাই বেড়ালের মতো দেখতে। এদের দেহে সুগন্ধ গ্ল্যান্ড থাকে।
বন্য প্রানী সংরক্ষনে দু নম্বর শ্রেনীতে রয়েছে গন্ধগকুল। তবে বন্য প্রানীর সংখ্যায় প্রায় কমে এসেছে। এখন লোকালয়ে তেমন একটা দেখা যায় না। তবে বনদফতরের প্রাথমিক অনুমান, খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল বন্য প্রানিটি। মানবাজার ১ বনাঞ্চলের আধিকারিক আশোক চক্রবর্তী বলেন, উদ্ধার পরে চিকিৎসার পর সুরুলিয়ার মিনি জুতে পাঠান হয়েছে। সুস্থই রয়েছে গন্ধগকুলটি। সেখানেই বন্য প্রানীটিকে পর্যবেক্ষনে রাখা হয়েছে।
উল্লেখ্য, পুরুলিয়ায় উদ্ধার হলো গন্ধগোকুল, তুলে দেওয়া হলো বন দফতরের হাতে। রাস্তার পাশ থেকে একটি গন্ধগকুল (কটাশ) উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। শনিবার পুরুলিয়ার মানবাজার ১ বনাঞ্চলের পাথরমহড়া এলাকায় অদুরেই পার্কের কাছে বন্য প্রানীটিকে দেখতে পায় স্থানীয় গ্রামের বাসিন্দারা। স্থানীয় কিছু মানুষজন সেই বন্য প্রানীটিকে মারতে উদ্যত হয়।
পরে গ্রামের কিছু বাসিন্দা বন্য প্রানীটিকে আটকে রাখে। পরে ঘটনার খবর দেওয়া হয় বনদফতরকে। ঘটনাস্থলে পৌছে বন্য প্রানীটিকে উদ্ধার করে রেঞ্জ কার্যলয়ে নিয়ে আসেন বনদফতরের কর্মীরা। সেখানে তার চিকিৎসা করা হয়। পরে কিছুক্ষন পর্যবেক্ষনে রাখার পর সেটিকে সুরুলিয়া মিনি জুতে পাঠানো হয়েছে। সেখানেই গন্ধগকুল পর্যবেক্ষনে রাখা হয়েছে।