গর্ভস্থ সন্তানকে নষ্ট করার জন্য গৃহ বধূকে চাপ, রাজি না হওয়ায় আগুন দিয়ে পুরিয়ে মারার চেষ্টা, ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরে l আশঙ্কা জনক অবস্থায় সনিয়া বিবি নামে ঐ গৃহ বধূকে ভর্তী করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে হাসপাতালে l বছর তিন আগে ডোমকলের বাসিন্দা সনিয়া বিবির বিয়ে হয় ইসলামপুরের সেলিম সেখের সঙ্গে, তাদের দের বছরের একটি কন্যা সন্তান রয়েছে, সনিয়া ৭ মাসের অন্তসত্বা, অভিযোগ শশুর বাড়ির লোকের বক্তব্য আবাও কন্যা সন্তান হবার ভয়ে গর্ভস্থ সন্তানকে নষ্ট করার জন্য সনিয়াকে চাপ দিতে থাকে তার শশুর বাড়ির লোকেরা, রবিবার সকালে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, এলাকা বাসিন্দারা গৃহবধূকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তী করে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক।