Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
19 people, including nine children, killed devastating fire in New York

নিউইয়র্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ শিশুসহ অন্তত ১৯ জনের

নিউইয়র্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ শিশুসহ অন্তত ১৯ জনের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
প্রাণ

নিউইয়র্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ শিশুসহ অন্তত ১৯ জনের। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন। যাদের ভেতর ৯ জনই ছিলো শিশু। জানা যায়, রোববার স্থানীয় সময় বেলা ১১ টার দিকে নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার ১৯ তলা ভবনটির দ্বিতীয় বা তৃতীয় তলায় আগুন লাগে।

 

নিউইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ শিশুসহ অন্তত ১৯ জনের। রবিবার সকাল ১১টা নাগাদ ব্রঙ্কস বরো এলাকার একটি ১৯ তলা বাড়িতে আগুন লেগে যায়।এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। তিনি বলেছেন, এই ঘটনায় আরও ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিউইয়র্কের দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগ্রো এই অগ্নিকাণ্ডকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে উল্লেখ করেছেন, কারণ তাঁর মতে গত ৩০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র কোনও অগ্নিকাণ্ডের ঘটনায় এত ‍মৃত্যু দেখেনি। ড্যানিয়েল জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তৃতীয় এবং চতুর্থ তলা। জানা গিয়েছে দ্রুত গতিতে আগুন ওই বাড়িটির প্রতিটি তলাকে গ্রাস করে ফেলে। এও জানা গিয়েছে নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন।

 

নিউইয়র্ক দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগ্রো জানান, ১৯ তলা ভবনের প্রতি তলায় ক্ষতিগ্রস্থদের খুঁজে পেয়েছেন দমকল কর্মীরা। এছাড়াও আগুনকে ‘অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছেন সে। অ্যাপার্টমেন্টের দরজা খোলা থাকায় খুব দ্রুতই আগুন এবং ধোঁয়া সমগ্র ভবনটিতে ছড়িয়ে পরে। কয়েকদিন আগেই ফিলাডেলফিয়ার একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে ৮ শিশুসহ ১২ জন মারা যাওয়ার রেশ কাটতে না কাটতেই নিউইয়র্কের এই আবাসিক ভবনে আগুন লেগে মারা গেলো ১৯ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

 

আর ও  পড়ুন    ভুতেদের আলাদা আলাদা নামের কারণ কী?  

 

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, অগ্নিকান্ডের  ঘটনায় প্রায় ৬০ জনের মতো আহত হয়েছে এবং আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে যাদের, তাদের মধ্যে ৩২ জনের অবস্থা বেশ গুরুতর।আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর প্রায় দু’শ কর্মী কাজ করছে। অ্যাপার্টমেন্টের প্রতিটি তলার সিঁড়িতেই হতাহতদের খুঁজে উদ্ধার করে বাইরে নিয়ে এসেছে কর্মীরা।

 

উল্লেখা, নিউইয়র্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ শিশুসহ অন্তত ১৯ জনের। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি আবাসিক অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন। যাদের ভেতর ৯ জনই ছিলো শিশু। জানা যায়, রোববার স্থানীয় সময় বেলা ১১ টার দিকে নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার ১৯ তলা ভবনটির দ্বিতীয় বা তৃতীয় তলায় আগুন লাগে।

 

নিউইয়র্ক সিটির একটি অ্যাপার্টমেন্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ শিশুসহ অন্তত ১৯ জনের। রবিবার সকাল ১১টা নাগাদ ব্রঙ্কস বরো এলাকার একটি ১৯ তলা বাড়িতে আগুন লেগে যায়।এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। তিনি বলেছেন, এই ঘটনায় আরও ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিউইয়র্কের দমকল বিভাগের কমিশনার ড্যানিয়েল নিগ্রো এই অগ্নিকাণ্ডকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বলে উল্লেখ করেছেন, কারণ তাঁর মতে গত ৩০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র কোনও অগ্নিকাণ্ডের ঘটনায় এত ‍মৃত্যু দেখেনি। ড্যানিয়েল জানিয়েছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তৃতীয় এবং চতুর্থ তলা। জানা গিয়েছে দ্রুত গতিতে আগুন ওই বাড়িটির প্রতিটি তলাকে গ্রাস করে ফেলে। এও জানা গিয়েছে নিহতদের বেশিরভাগই ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top