ওমিক্রন দাবানলের মতো ছড়াচ্ছে দেশে, সোমবার দেশে দৈনিক সংক্রমণ বাড়ল ১২.৫ শতাংশ। দেশে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। সোমবারেও তা অব্যাহত থাকল। বিশেষজ্ঞদের দাবি, কোভিডের তৃতীয় ঢেউয়ের জন্য দায়ী ওমিক্রন। ডেল্টার তুলনায় কয়েকগুণ বেশি সংক্রামক ওমিক্রন দাবানলের মতো ছড়াচ্ছে দেশে। প্রতি দিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রবিবারের তুলনায় সোমবার দেশে দৈনিক সংক্রমণ বাড়ল ১২.৫ শতাংশ।
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৬ জন। দেশে পজিটিভি রেট বেড়ে ১৩.২৯ শতাংশ। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯। জিন পরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে, দেশে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৩।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ মহারাষ্ট্রে। একদিনে এই রাজ্যে ৪৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত। দ্বিতীয়তেই রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার মানুষ আক্রান্ত। এরপরেই রয়েছে দিল্লি, তামিলনাড়ু, কর্নাটক। এই পরিস্থিতিতে আজ থেকে দেশে শুরু বুস্টার ডোজ টিকাকরণ। দেশের প্রথম সারির করোনা যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁরাই প্রথমে বুস্টার ডোজ পাবেন। অন্যদিকে জোরকদমে চলছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ।
আর ও পড়ুন নিউইয়র্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৯ শিশুসহ অন্তত ১৯ জনের
সোমবার থেকে দেশজুড়ে স্বাস্থ্যকর্মী, প্রথমসারির করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের ‘প্রিকশন ডোজ’ বা ‘বুস্টার ডোজ’ দেওয়া শুরু হচ্ছে। তার আগে দেশে লাগামছাড়া করোনা সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার ছুঁইছুঁই। এক ধাক্কায় অনেকটা বেড়েছে পজিটিভিটি রেটও।
স্বাস্থ্য মন্ত্রকের সোমবারের তথ্য বলছে, গত ২৪ গণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। মৃত্যু হয়েছে ১৪৬ জনের। করোনামুক্ত হয়েছেন ৪৬ হাজার ৫৬৯ জন। অনেকটা বেড়ে পজিটিভিটি রেট হয়েছে ১৩.২৯ শতাংশ। সাপ্তাহিক সংক্রমণ হার ৭.৯২ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, একদিনে দেশে ওমিক্রনে (Omicron) আক্রান্ত হয়েছেন ৪০৩৩ জন।
জানা গিয়েছে, ‘বুস্টার ডোজ’ বা ‘প্রিকশনারি ডোজ’ নিতে পুনরায় রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। সরাসরি টিকাকরণ কেন্দ্রে গেলেই মিলবে ‘বুস্টার ডোজ’। করোনা টিকার দুটো ডোজ নেওয়া থাকলে, তার ৯ মাস নেওয়া যাবে এই বুস্টার ডোজ। কেউ করোনা আক্রান্ত হলে রোগমুক্তির ৩ মাস না হওয়া পর্যন্ত তাঁরা প্রিকশনারি ডোজ পাবেন না। পশ্চিমবঙ্গে সাড়ে ৭ লক্ষ স্বাস্থ্যকর্মী, সাড়ে ১০ লক্ষ ফ্রন্টলাইন ওয়ার্কার এবং ২২ লক্ষ কোমর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব ব্যক্তি এই ‘প্রিকশন ডোজ’ বা ‘বুস্টার ডোজ’ পাবেন।
উল্লেখ্য, ওমিক্রন দাবানলের মতো ছড়াচ্ছে দেশে, সোমবার দেশে দৈনিক সংক্রমণ বাড়ল ১২.৫ শতাংশ। দেশে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। সোমবারেও তা অব্যাহত থাকল। বিশেষজ্ঞদের দাবি, কোভিডের তৃতীয় ঢেউয়ের জন্য দায়ী ওমিক্রন। ডেল্টার তুলনায় কয়েকগুণ বেশি সংক্রামক ওমিক্রন দাবানলের মতো ছড়াচ্ছে দেশে। প্রতি দিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রবিবারের তুলনায় সোমবার দেশে দৈনিক সংক্রমণ বাড়ল ১২.৫ শতাংশ। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন। করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৬ জন। দেশে পজিটিভি রেট বেড়ে ১৩.২৯ শতাংশ। দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ৭ লক্ষ ২৩ হাজার ৬১৯। জিন পরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে, দেশে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৩।