প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক তরুণীকে খুনের চেষ্টার অভিযোগ

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক তরুণীকে খুনের চেষ্টার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
প্রত্যাখ্যাত

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক তরুণীকে খুনের চেষ্টার অভিযোগ. পাশাপাশি দুটি চোখ নষ্ট করে দেয়ারও অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ভাঙড়ের চন্দনেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের কাশিয়াডাঙ্গা এলাকার ঘটনা। ঘটনায় খোকন বাছার নামে এক যুবককে গ্রেপ্তার করল ভাঙড় থানার পুলিশ। খোকন প্রেমে প্রত্যাক্ষিত হয়ে ওই তরুণীকে কাশিয়াডাঙ্গা এলাকায় নিয়ে প্রথমে দুটি চোখ নষ্ট করে দেয়। তারপর গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে। তরুণীর কোন রকম সাড়া না পেয়ে মারা গেছে ভেবে ফেলে পালিয়ে যায় খোকন।

 

সকালে ওই তরুণীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে জয়নগর থানা এলাকায় মেয়েটির বাড়িতে পাঠিয়ে দেয়। সেখান থেকে ওই তরুণীকে প্রথমে মথুরাপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটায় তাকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই তরুণী।

 

পরিবার সূত্রে খবর গত দু’বছর আগে গড়িয়া নাকতলা এলাকায় একটি বৃদ্ধাশ্রমের কাজ করতো তাদের মেয়ে। সেখানেই ভাঙড়ের মাধবপুর এলাকার বাসিন্দা খোকন বাছারের সঙ্গে পরিচয় হয়। খোকন নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে সম্পর্ক তৈরি করে ওই তরুণী সঙ্গে। পরে খোকনের বিয়ের কথা জানতে পেরে সম্পর্ক থেকে সরে আসে ওই তরুণী। তারপর বেশ কিছুদিন বাড়িতেই থাকে কর্মহীন অবস্থায়। পরিবারে অভাব-অনটন থাকায় আবার সে বালিগঞ্জের একটি আয়া সেন্টারে কাজ শুরু করে।

 

আর ও পড়ুন    আসামি ধরতে গ্রামে গ্রামে গিয়ে ঢাক পিটিয়ে ও মাইকিং করে পুলিশের অভিনব হুলিয়া

 

খোকন বিষয়টি জানতে পেরে গত মঙ্গলবার বালিগঞ্জে গিয়ে মেয়েটির সঙ্গে দেখা করে। তারপর গল্প করতে করতে ট্রেনে চেপে মেয়েটিকে সোনারপুরে নামিয়ে নেয়। সোনারপুর স্টেশনে মাদক মেশানো মুড়ি খাইয়ে মেয়েটিকে সংজ্ঞাহীন করে দেয়। সোনারপুর স্টেশন থেকে রাতের অন্ধকারে কাশিয়াডাঙ্গা এলাকায় নিয়ে আসে একটি গাড়িতে করে। সেখানে প্রথমে তার চোখ দুটি নষ্ট করে দেয়।

 

তারপর গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে। তরুনীর কোন সাড়াশব্দ না পেয়ে মারা গেছে ভেবে পালিয়ে যায় খোকন বাছার। সকালে মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে পাঠিয়ে দেয় স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই এই ঘটনায় খোকন বাঁচার কে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ কর্মীরা।

 

উল্লেখ্য, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এক তরুণীকে খুনের চেষ্টার অভিযোগ. পাশাপাশি দুটি চোখ নষ্ট করে দেয়ারও অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ভাঙড়ের চন্দনেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের কাশিয়াডাঙ্গা এলাকার ঘটনা। ঘটনায় খোকন বাছার নামে এক যুবককে গ্রেপ্তার করল ভাঙড় থানার পুলিশ। খোকন প্রেমে প্রত্যাক্ষিত হয়ে ওই তরুণীকে কাশিয়াডাঙ্গা এলাকায় নিয়ে প্রথমে দুটি চোখ নষ্ট করে দেয়। তারপর গলায় ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে।

 

তরুণীর কোন রকম সাড়া না পেয়ে মারা গেছে ভেবে ফেলে পালিয়ে যায় খোকন। সকালে ওই তরুণীকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে জয়নগর থানা এলাকায় মেয়েটির বাড়িতে পাঠিয়ে দেয়। সেখান থেকে ওই তরুণীকে প্রথমে মথুরাপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটায় তাকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই তরুণী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top