তিনি জানান, মৃদু উপসর্গ থাকলেও লতা দিদি বর্তমানে স্থিতিশীল। বয়সের কথা মাথায় রেখেই চিকিৎসকরাই তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে সকল অনুরাগীদের কাছে বর্ষীয়ান গায়িকার সুস্থতা কামনা করার আবেদন জানিয়েছেন তাঁর আত্মীয়রা। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর খানিকটা সুস্থ বোধ করতেই বাড়িতে নিয়ে আসা হয় তাঁকে। সেপ্টেম্বর মাসে ৯২ বছরে পা দিয়ে নিজের বাড়িতেই আত্মীয়দের সঙ্গে জন্মদিন উদযাপন করেছিলেন তিনি।
লতা মঙ্গেশকরের ভাইঝি রচনা বলেছেন, ‘‘উনি আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ। দয়াকরে ওঁর জন্য প্রার্থনা করবেন।
আরও পড়ুন নেগেটিভ রোগীকে পজেটিভ বলে ভর্তি রেখে অত্যধিক বিল করার অভিযোগ
উল্লেখ্য, দেশের কোভিড পরিস্থিতিতে ক্রমশ বাড়ছে কোভিড পজিটিভ তারকাদের তালিকা। এবার সেই তালিকায় উঠে এল কিংবদন্তি, বর্ষীয়ান কন্ঠশিল্পী লতা মঙ্গেশকরের নাম। মঙ্গলবার তাঁর এক আত্মীয় জানান, লতা মঙ্গেশকর করোনা আক্রান্ত। শরীরে রয়েছে মৃদু উপসর্গ। চিকিৎসকের পরামর্শ মেনে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে বর্তমানে। তিনি জানান, মৃদু উপসর্গ থাকলেও লতা দিদি বর্তমানে স্থিতিশীল। বয়সের কথা মাথায় রেখেই চিকিৎসকরাই তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিয়েছেন।
বর্তমান পরিস্থিতিতে সকল অনুরাগীদের কাছে বর্ষীয়ান গায়িকার সুস্থতা কামনা করার আবেদন জানিয়েছেন তাঁর আত্মীয়রা। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তারপর খানিকটা সুস্থ বোধ করতেই বাড়িতে নিয়ে আসা হয় তাঁকে। সেপ্টেম্বর মাসে ৯২ বছরে পা দিয়ে নিজের বাড়িতেই আত্মীয়দের সঙ্গে জন্মদিন উদযাপন করেছিলেন তিনি।