বারাসতের বাজারে মাক্স ছাড়াই ভীড় জমাচ্ছেন ক্রেতা বিক্রেতারা

বারাসতের বাজারে মাক্স ছাড়াই ভীড় জমাচ্ছেন ক্রেতা বিক্রেতারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জমাচ্ছেন

বারাসতের বাজারে মাক্স ছাড়াই ভীড় জমাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। প্রশাসনের বারংবার সচেতনত করার পরেও হুঁশ ফেরেনি মানুষজনের। মাস্ক ছাড়াই ভিড় জমাছেন বাজারে। সেই চিত্র উঠে এলো বারাসাতের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে।করোনার বাড়বাড়ন্তে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক বিধিনিষেধ লাঘু হয়েছে। বারাসাত প্রশাসনের পক্ষ থেকেও ভিড় এড়াতে সপ্তাহে তিন দিন বাজার বন্ধ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গতকাল বারাসাত পৌরসভা এলাকায় সমস্ত বাজার ঘাট দোকানপাট প্রশাসনের নির্দেশে বন্ধ থাকলেও বুধবার ফের বারাসাত শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে ভিড় জমিয়েছে মানুষজন। অবাক করা বিষয়, একদিকে বাজার বন্ধের সিদ্ধান্ত, পাশাপাশি মানুষকে সচেতন করার পরেও মানুষজন যে এখনো অসচেতন তার চিত্র উঠে এলো বুধবার সকালে বারাসাত শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে।

 

এদিন বারাসাতের হরিতলা মোড়ের পাইকারি সবজি বাজার থেকে কাছারির মাঠ সংলগ্ন সবজি ও মাছের বাজারে চিত্রটা এক। দেখা গেলো বহু ক্রেতা ও বিক্রেতা উভয়ই সরকারি বিধি-নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে মাস্ক ছাড়া বাজারে এসেছেন, আবার অধিকাংশের মাস্ক থাকলেও তা থুতনির তলায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজার এলাকাগুলিতে দুটি করে মাক্স ব্যবহার করার কথা বলেছিলেন, সেইসব তো দুরস্ত।

 

আর ও পড়ুন    শান্তিপুর বাগআঁচড়া এলাকা থেকে উদ্ধার একটি বিরল প্রজাতির পাখি

 

কেউ তো বললেন মাস্ক পড়তে ভুলে গেছেন, কেউ বলছেন মাস্ক পড়ে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে, তো কেউ আবার শরীরের চাদরকে মাস্ক বলছেন। প্রশাসনের একাধিক বিধি নিষেধের পরেও বেশ কয়েকজন অসচেতন মানুষের এহেন কাণ্ডে করোনা সংক্রমণ প্রতিরোধ কীভাবে সম্ভব-তা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

 

 

বারাসাত কাছারি মাঠ এলাকার ওয়ার্ড কো অর্ডিনেটর সমীর কুন্ডু বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ সকলে মানুষকে সচেতন হওয়ার কথা বলছেন। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হলেও বহু মানুষ এখনো অসচেতন। তাদেরকে সচেতন করার চেষ্টা চলছে।

 

উল্লেখ্য,বারাসতের বাজারে মাক্স ছাড়াই ভীড় জমাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। প্রশাসনের বারংবার সচেতনত করার পরেও হুঁশ ফেরেনি মানুষজনের। মাস্ক ছাড়াই ভিড় জমাছেন বাজারে। সেই চিত্র উঠে এলো বারাসাতের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে।করোনার বাড়বাড়ন্তে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক বিধিনিষেধ লাঘু হয়েছে। বারাসাত প্রশাসনের পক্ষ থেকেও ভিড় এড়াতে সপ্তাহে তিন দিন বাজার বন্ধ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গতকাল বারাসাত পৌরসভা এলাকায় সমস্ত বাজার ঘাট দোকানপাট প্রশাসনের নির্দেশে বন্ধ থাকলেও বুধবার ফের বারাসাত শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে ভিড় জমিয়েছে মানুষজন। অবাক করা বিষয়, একদিকে বাজার বন্ধের সিদ্ধান্ত, পাশাপাশি মানুষকে সচেতন করার পরেও মানুষজন যে এখনো অসচেতন তার চিত্র উঠে এলো বুধবার সকালে বারাসাত শহরের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top