অবৈধ সম্পর্কের জেরে স্ত্রী কে খুনের অভিযোগে জাব্বজীবন কারাদণ্ড স্বামীর।সোমবার কান্দি মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারক সন্দীপ মান্না অভিযুক্ত স্বামী কে জাব্বজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।4/7/16 তারিখে বড়ঞা থানার কল্যাণপুর থেকে ভোজ খেয়ে স্বামী স্বপন বায়েনের সঙ্গে সাইকেল ফিরছিলেন স্ত্রী তালাদি টুডু ।রাস্তায় তালাদি টুডু কে সাইকেল থেকে ফেলে লোহার শক্ত কিছু দিয়ে আঘাত করে তার স্বামী। ঘটনাস্থলে মৃত্যু হয় তালাদি টুডুর । পরের দিন 5 তারিখে তালাদি টুডুর বাবা বড়ঞা থানায় স্বামী স্বপন বায়েনের নামে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত স্বামী স্বপন বায়েন । লিখত অভিযোগ ভিত্তিতে বড়ঞা থানার পুলিশ অভিযুক্ত স্বামী স্বপন বায়েনের নামে খুনের মামলা রুজু করে। প্রায় তিন মাস পলাতক থাকার পর11 /10 /16 টিটাগর দক্ষিণ 24 পরগনা জেলার টিটাগর থানার নবিনপল্লি 13 নং গেট এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। দুবছর বিচারাধীন থাকার পর 10 জনের সাক্ষ গ্রহনের ভিত্তিতে সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে বিচারক সন্দীপ সন্দিপ মান্না অভিযুক্ত স্বামী কে জাব্বজীবন কারাদণ্ড ও 5 হাজার টাকি জরিমানা অনাদায়ে 1মাস জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই বিচারে খুশি তালাদির পরিবার।