রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দৈনিক ২২ হাজার পার করলো, উদ্বেগে কেন্দ্রীয় সরকার । রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। ভাল অবস্থায় নেই বাংলার কোভিড পরিস্থিতি। বুধবার পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। বর্তমানে দেশজুড়ে করোনা সংক্রমণের হারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলায় পজিটিভিটি রেট ৩২.১৮ শতাংশ। তারপরেই রয়েছে দিল্লি (২৩.১ শতাংশ), মহারাষ্ট্র (২২.৩৯ শতাংশ)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশের ৩০০-র বেশি জেলায় পজিটিভিটি রেট ৫ শতাংশের বেশি। কলকাতায় যা সবচেয়ে বেশি, ৬০.২৯ শতাংশ। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগারওয়াল।
এদিকে বুধবার টেস্ট বাড়তেই রাজ্যের দৈনিক সংক্রমণ ২২ হাজার পার করল। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৫৫ জন। একদিনে রাজ্যে রেকর্ড মৃত্যু! গত ২৪ ঘণ্টায় করোনার কবলে প্রাণ হারিয়েছেন ২৩ জন। এদিনের পজিটিভিটি রেট ৩০.৮৬ শতাংশ। কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬০ জন। যে হারে সংক্রমণ লাগামছাড়া হচ্ছে তাতে আশঙ্কা আরও বাড়ছে। বাংলায় পজিটিভিটি রেট ৩২.১৮ শতাংশ। তারপরেই রয়েছে দিল্লি (২৩.১ শতাংশ), মহারাষ্ট্র (২২.৩৯ শতাংশ)।
আর ও পড়ুন কোভিড জয়ের পর ওমিক্রনকেও জয় করবো, বললেন মমতা
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশের ৩০০-র বেশি জেলায় পজিটিভিটি রেট ৫ শতাংশের বেশি। কলকাতায় যা সবচেয়ে বেশি, ৬০.২৯ শতাংশ। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগারওয়াল।এদিকে বুধবার টেস্ট বাড়তেই রাজ্যের দৈনিক সংক্রমণ ২২ হাজার পার করল। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৫৫ জন। একদিনে রাজ্যে রেকর্ড মৃত্যু! গত ২৪ ঘণ্টায় করোনার কবলে প্রাণ হারিয়েছেন ২৩ জন। এদিনের পজিটিভিটি রেট ৩০.৮৬ শতাংশ। কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬০ জন।
যে হারে সংক্রমণ লাগামছাড়া হচ্ছে তাতে আশঙ্কা আরও বাড়ছে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার পার করলো । রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। ভাল অবস্থায় নেই বাংলার কোভিড পরিস্থিতি। বুধবার পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। বর্তমানে দেশজুড়ে করোনা সংক্রমণের হারে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এদিকে বুধবার টেস্ট বাড়তেই রাজ্যের দৈনিক সংক্রমণ ২২ হাজার পার করল। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ১৫৫ জন। একদিনে রাজ্যে রেকর্ড মৃত্যু! গত ২৪ ঘণ্টায় করোনার কবলে প্রাণ হারিয়েছেন ২৩ জন। এদিনের পজিটিভিটি রেট ৩০.৮৬ শতাংশ। কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬০ জন। যে হারে সংক্রমণ লাগামছাড়া হচ্ছে তাতে আশঙ্কা আরও বাড়ছে। বাংলায় পজিটিভিটি রেট ৩২.১৮ শতাংশ। তারপরেই রয়েছে দিল্লি (২৩.১ শতাংশ), মহারাষ্ট্র (২২.৩৯ শতাংশ)।



















