দিল্লির গাজীপুর ফুলের বাজার থেকে উদ্ধার হয়েছে আইইডি। জানা গিয়েছে, প্রায় দেড় কেজি বিস্ফোরক রাখা ছিল একটি ব্যাগে। এই ঘটনায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই–এর হাক দেখছে পুলিশ। মনে করছে, কোনও ভাবে তারাই বাজারে রেখেছে ওই ব্যাগ। গাজীপুর বাজারে পরিত্যক্ত ব্যাগটির মধ্যে ছিল আরডিএক্স (রয়াল ডেমোলিশন এক্সপ্লোসিভ)। এই দেখেই পুলিশের সন্দেহ জোরালো হয়েছে। কারণ ভারতে এই আরডিএক্স তৈরি হয় না। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলোই বিস্ফোরণে এটি ব্যবহার করে।
গোয়েন্দাদের মতে, সীমান্ত পেরিয়ে প্রথমে পাঞ্জাবে পাঠানো হয়েছিল এই বিস্ফোরক। ড্রোনের মাধ্যমে ভারতীয় ভূখণ্ডে অস্ত্র, বিস্ফোরক, নেশার জিনিস চোরাচালান করে পাকিস্তান। এর পর পাঞ্জাব থেকে ওই আরডিএক্স কোনওভাবে আনা হয়েছে দিল্লিতে। কীভাবে, সেটাই এখন খতিয়ে দেখছে। সেটা জানতে পারলেই জানা যাবে, এই বিস্ফোরক রাখার পিছনে কারা রয়েছে?
কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কিনা? ভবিষ্যতে তাদের নাশকতা ঘটানোর ছক রয়েছে কিনা, জানা যাবে সব।
পাঞ্জাবে পরের মাসেই নির্বাচন। তাই সেখানে কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে। সেই ফাঁক গলে কীভাবে এল এই বিস্ফোরক, তাও দেখা হচ্ছে। পূর্ব দিল্লির ওই বাজারে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং বম্ব স্কোয়াড। আসেন স্পেশ্যাল সেলের আধিকারিকরা এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডকেও (এনএসজি) ডেকে আনা হয়।
উল্লেখ্য, দিল্লির গাজীপুর ফুলের বাজার থেকে উদ্ধার হয়েছে আইইডি। জানা গিয়েছে, প্রায় দেড় কেজি বিস্ফোরক রাখা ছিল একটি ব্যাগে। এই ঘটনায় পাক গুপ্তচর সংস্থা আইএসআই–এর হাক দেখছে পুলিশ। মনে করছে, কোনও ভাবে তারাই বাজারে রেখেছে ওই ব্যাগ। গাজীপুর বাজারে পরিত্যক্ত ব্যাগটির মধ্যে ছিল আরডিএক্স (রয়াল ডেমোলিশন এক্সপ্লোসিভ)। এই দেখেই পুলিশের সন্দেহ জোরালো হয়েছে। কারণ ভারতে এই আরডিএক্স তৈরি হয় না। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলোই বিস্ফোরণে এটি ব্যবহার করে। গোয়েন্দাদের মতে, সীমান্ত পেরিয়ে প্রথমে পাঞ্জাবে পাঠানো হয়েছিল এই বিস্ফোরক। ড্রোনের মাধ্যমে ভারতীয় ভূখণ্ডে অস্ত্র, বিস্ফোরক, নেশার জিনিস চোরাচালান করে পাকিস্তান।
আরও পড়ুন আইনের ফাঁক গলে খুলে গেলো তারাপীঠের হোটেল
এর পর পাঞ্জাব থেকে ওই আরডিএক্স কোনওভাবে আনা হয়েছে দিল্লিতে। কীভাবে, সেটাই এখন খতিয়ে দেখছে। সেটা জানতে পারলেই জানা যাবে, এই বিস্ফোরক রাখার পিছনে কারা রয়েছে?কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কিনা? ভবিষ্যতে তাদের নাশকতা ঘটানোর ছক রয়েছে কিনা, জানা যাবে সব। পাঞ্জাবে পরের মাসেই নির্বাচন। তাই সেখানে কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে।
সেই ফাঁক গলে কীভাবে এল এই বিস্ফোরক, তাও দেখা হচ্ছে। পূর্ব দিল্লির ওই বাজারে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং বম্ব স্কোয়াড। আসেন স্পেশ্যাল সেলের আধিকারিকরা এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডকেও (এনএসজি) ডেকে আনা হয়।