মুর্শিদাবাদের নওদা থানার ডুবতলা এলাকা থেকে নরকঙ্কাল উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় । পাট ক্ষেত থেকে উদ্ধার হয় মাথার খুলি,হাড়গোড় l উদ্ধার হওয়া জুতো,পোষাক দেখে অনুমান কঙ্কালটি কোন মহিলার l ঘটনার খবর পেয়ে নওদা থানার পুলিশ এসে ণর কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায় ফরেন্সিক তদন্তের জন্য ।