দীঘার সমুদ্র সৈকতে ঘোড়া চালানোয় নিষেধাজ্ঞা জারি, সংকটে ঘোড়া ব্যবসায়ীরা

দীঘার সমুদ্র সৈকতে ঘোড়া চালানোয় নিষেধাজ্ঞা জারি, সংকটে ঘোড়া ব্যবসায়ীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সৈকতে

দীঘার সমুদ্র সৈকতে ঘোড়া চালানোয় নিষেধাজ্ঞা জারি, সংকটে ঘোড়া ব্যবসায়ীরা। দীঘার সমুদ্র সৈকতে ঘোড়া চালানোয় নিষেধাজ্ঞা জারি পর্ষদের, চরম সংকটে ঘোড়া ব্যবসায়ীরা।  দিঘার সৈকতে ফের ঘড়দৌড় বন্ধের নির্দেশ দিল দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। দূষণ এবং বালিয়াড়ির ক্ষয় প্রতিরোধে এমন কড়া মনোভাব প্রশাসনের। তবে তা মানতে নারাজ ঘোড়া ব্যবসায়ীরা। আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

 

দিঘার পর্যটনের সঙ্গে ঘোড়দৌড়ের সম্পর্ক বহু পুরোনো। দিঘার সৈকতে ঘোড়ার ব্যবসা করে দিনযাপন শতাধিক পরিবারের। আগে লকডাউন বর্তমানে বিধি নিষেদের গেরোয় কার্যত থমকে সৈকতের জনজীবন। বেশ বিপাকে পড়েছেন ঘোড়া কারবারিরা। ঘোড়ার দানা জোগানোর পরিস্থিতিই নেই অনেকের। তাই আস্থাবল ছেড়ে বর্তমানে সমুদ্র শহরের ঘোড়াগুলি যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তার বিষ্ঠায় বাড়ছে দূষণ। খুরের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি সম্পদ বালিয়াড়ি। দিন দিন বাড়ছে ক্ষতি।

 

এ কারণেই ঘড়দৌড় বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। বক্তব্য দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস কুমার মন্ডলের। তবে এমন নির্দেশ এই প্রথম না। একই কারণে আগে বারবার ঘোড়ার কারবারে লাগাম পরিয়েছে প্রশাসন। কিন্তু বিগত দিনে সেই লাগাম ছেড়েই ঘোড়া ছুটছে সৈকতে। আগেও আন্দোলনের মধ্য দিয়ে ঐতিহ্যের ঘড়দৌড় টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন কারবারিরা। এবারও সেই পথে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন তাঁরা।

 

আর ও  পড়ুন    ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টা, ধৃত স্বামী সহ দুই

 

উল্লেখ্য,  দীঘার সমুদ্র সৈকতে ঘোড়া চালানোয় নিষেধাজ্ঞা জারি, সংকটে ঘোড়া ব্যবসায়ীরা। দীঘার সমুদ্র সৈকতে ঘোড়া চালানোয় নিষেধাজ্ঞা জারি পর্ষদের, চরম সংকটে ঘোড়া ব্যবসায়ীরা।  দিঘার সৈকতে ফের ঘড়দৌড় বন্ধের নির্দেশ দিল দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। দূষণ এবং বালিয়াড়ির ক্ষয় প্রতিরোধে এমন কড়া মনোভাব প্রশাসনের। তবে তা মানতে নারাজ ঘোড়া ব্যবসায়ীরা। আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।দিঘার পর্যটনের সঙ্গে ঘোড়দৌড়ের সম্পর্ক বহু পুরোনো। দিঘার সৈকতে ঘোড়ার ব্যবসা করে দিনযাপন শতাধিক পরিবারের। আগে লকডাউন বর্তমানে বিধি নিষেদের গেরোয় কার্যত থমকে সৈকতের জনজীবন। বেশ বিপাকে পড়েছেন ঘোড়া কারবারিরা।

 

ঘোড়ার দানা জোগানোর পরিস্থিতিই নেই অনেকের। তাই আস্থাবল ছেড়ে বর্তমানে সমুদ্র শহরের ঘোড়াগুলি যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তার বিষ্ঠায় বাড়ছে দূষণ। খুরের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি সম্পদ বালিয়াড়ি। দিন দিন বাড়ছে ক্ষতি। এ কারণেই ঘড়দৌড় বন্ধের বিজ্ঞপ্তি জারি করেছে প্রশাসন। বক্তব্য দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক মানস কুমার মন্ডলের। তবে এমন নির্দেশ এই প্রথম না। একই কারণে আগে বারবার ঘোড়ার কারবারে লাগাম পরিয়েছে প্রশাসন। কিন্তু বিগত দিনে সেই লাগাম ছেড়েই ঘোড়া ছুটছে সৈকতে। আগেও আন্দোলনের মধ্য দিয়ে ঐতিহ্যের ঘড়দৌড় টিকিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন কারবারিরা। এবারও সেই পথে নামার প্রস্তুতি নিতে শুরু করেছেন তাঁরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top