বাঘরোল হত্যাকারীদের ধরতে পুরস্কার ঘোষণা বন দফতরের । হাওড়ার বাগনানের কালিকাপুরে তিনটি পূর্ণ বয়স্ক স্ত্রী বাঘরোল হত্যায় অভিযুক্ত নিখোঁজ দুই ভাই প্রভাস পাত্র এবং প্রতাপ পাত্রকে ধরতে এবার আর্থিক পুরস্কার ঘোষণা করল বন দপ্তর। উলুবেড়িয়া বন দপ্তরের রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান ঘটনার পর থেকেই দুই অভিযুক্ত পলাতক।
কেউ যদি অভিযুক্তদের সম্পর্কে খোঁজ দেয় বা তাদের ধরিয়ে দেয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। তিনি জানান আমরা এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালাচ্ছি। রাজেশ মুখোপাধ্যায় জানান মৃত তিনটি বাঘরোলের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে বিষক্রিয়ায় মৃত্যুর তথ্য আমাদের হাতে এসেছে। যদিও কি ধরনের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত করতে নমুনা বেলেঘাটায় পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বাগনানের কালিকাপুরে উত্তরপাড়া থেকে তিনটি পূর্ণবয়স্ক বাঘরোলের মৃতদেহ উদ্ধার করে বন দপ্তর।বাঘরোলগুলির শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় বনদপ্তরের আধিকারীদের সন্দেহ হয়েছিল বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। আর সেই ঘটনার তদন্ত করতে নেমে দুই অভিযুক্তের খোঁজ পায় বনদপ্তরের আধিকারিকরা। যদিও ঘটনার পর থেকে দুই অভিযুক্ত পলাতক থাকায় তাদের ধরতে এবার আর্থিক পুরস্কার ঘোষণা করল বন দপ্তর।
আর ও পড়ুন টিকটিকির মতো দেখতে প্রাণীটির দাম ২৫ লক্ষ টাকা
এদিকে রবিবার বনদপ্তর এবং পরিবেশ সংগঠন এলাকায় সচেতনতামলক প্রচার চালানোর উদ্যোগ নিয়েছে। এই ব্যাপারে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদক শুভদীপ ঘোষ জানান রবিবার বন দপ্তরের সহযোগিতায় কালিকাপুরে আমরা প্রচার চালাবো এবং বাঘরোলের গুরুত্ব সম্পর্কে মানুষকে বোঝাবো। তিনি জানান যেভাবে তিনটি বাঘরোলকে হত্যা করা হয়েছে এককথায় নজিরবিহীন। আমরা দোষীদের গ্রেপ্তারের পাশাপাশি কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, বাঘরোল হত্যাকারীদের ধরতে পুরস্কার ঘোষণা বন দফতরের । হাওড়ার বাগনানের কালিকাপুরে তিনটি পূর্ণ বয়স্ক স্ত্রী বাঘরোল হত্যায় অভিযুক্ত নিখোঁজ দুই ভাই প্রভাস পাত্র এবং প্রতাপ পাত্রকে ধরতে এবার আর্থিক পুরস্কার ঘোষণা করল বন দপ্তর। উলুবেড়িয়া বন দপ্তরের রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান ঘটনার পর থেকেই দুই অভিযুক্ত পলাতক। কেউ যদি অভিযুক্তদের সম্পর্কে খোঁজ দেয় বা তাদের ধরিয়ে দেয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আর্থিক পুরস্কার দেওয়া হবে।
তিনি জানান আমরা এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার চালাচ্ছি। রাজেশ মুখোপাধ্যায় জানান মৃত তিনটি বাঘরোলের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে বিষক্রিয়ায় মৃত্যুর তথ্য আমাদের হাতে এসেছে। যদিও কি ধরনের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত করতে নমুনা বেলেঘাটায় পাঠানো হয়েছে।