বাড়ির সামনে নোংরা জল ফেলার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক দম্পতি। ঘটনাটি ঘটেছে মালদার পুকুরিয়া থানার কদমতলী গ্রামে। ওই দম্পতির অভিযোগ প্রায় প্রতিদিনই বাড়ির সামনে নোংরা জল ফেলে তাদেরই নিকটাত্মীয় মুজিবুর রহমান। মঙ্গলবার এই ঘটনার প্রতিবাদ করায় মুজিবর দলবল নিয়ে ওই দম্পতিকে মারধোর করে বলে অভিযোগ। এমনকি বাড়ি থেকে টাকা পয়সাও লুট করে। আক্রান্ত ওই দম্পতির নাম নাজির হোসেন ও শাহজাদা বিবি। ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়েছে পুকুরিয়া থানায়। ঘটনার পর থেকেই এলাকাছাড়া হয়ে রয়েছে অভিযুক্তরা। তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ।