পুর নির্বাচনের আগে মালদার বিভিন্ন ওয়ার্ডে চলছে সৌন্দর্যায়ন প্রতিযোগিতা

পুর নির্বাচনের আগে মালদার বিভিন্ন ওয়ার্ডে চলছে সৌন্দর্যায়ন প্রতিযোগিতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
সৌন্দর্যায়ন

পুর নির্বাচনের আগে মালদার বিভিন্ন ওয়ার্ডে চলছে সৌন্দর্যায়ন প্রতিযোগিতা । পুরো নির্বাচনের প্রাক্কালে মালদার দুটি পুরসভায় এখন সৌন্দর্যায়ন করা নিয়ে বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা কোডিনেটদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। কোথাও লেখা হচ্ছে “আই লাভ মালদা”, আবার কোথাও লেখা হচ্ছে “ভালোবাসার শহর মালদা”।

 

ইংরেজবাজার পুরসভার পাশাপাশি পুরাতন মালদা পুরসভা রীতিমতো দার্জিলিং শহরের স্টাইলে বসানো হয়েছে “আই লাভ ওল্ড মালদা” লেখা  বিশালাকৃতি ফেন্সিং বোর্ড । গড়ে তোলা হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে সেলফি জোন । পুরো নির্বাচনের আগে ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভার পুরো প্রশাসক কর্তৃপক্ষ সৌন্দর্যায়নের এই উদ্যোগ দেখে খানিকটা হলেও হতচকিত হয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।

 

যদিও তাঁদের বক্তব্য, শহর দেখতে ভালোই লাগছে। আলোকসজ্জায় সেলফি জন্য বিশালাকৃতির ফেন্সিং বোর্ড সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। কিন্তু পুর নির্বাচন দোরগোড়ায় তা এই উদ্যোগকে দেখেই বোঝা যাচ্ছে।যদিও তৃণমূল পরিচালিত দুই পুরসভার প্রশাসক কর্তৃপক্ষের বিরুদ্ধে সৌন্দর্যায়নের এই কাজকে ঘিরে কটাক্ষ করেছে বিরোধী দল বিজেপি , কংগ্রেস এবং সিপিএম। বিরোধীদের বক্তব্য, শুধুমাত্র ভোট আসলেই ওদের কাজের কথা মনে পরে। এতে বিশেষ কিছু লাভ হবে না।

 

উল্লেখ্য, ইংরেজবাজার পুরসভার প্রাতঃভ্রমণ কেন্দ্র হিসাবে পরিচিত বাঁধরোড এলাকায় আধুনিক আলোকসজ্জা সাথে বসানো হয়েছে “আই লাভ মালদা” লেখা বিশালাকৃতির ফেন্সিং বোর্ড। যেখানে গড়ে তোলা হয়েছে সেলফি জোন। প্রতিদিনই টিনেজার থেকে একাংশ মানুষেরা সেই সেলফি এলাকায় গিয়ে ঘুরে আসছেন।  মোবাইলে ছবি ক্যামেরাবন্দি করছেন। একইভাবে মালদা শহরের নেতাজি সুভাষ রোড সংলগ্ন মহিলা থানার পাশেই প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাসের উদ্যোগে গড়ে তোলা হয়েছে আরও একটি নতুন সেলফি জোন। যেখানে লেখা রয়েছে “মালদা ভালোবাসার শহর” ।

 

অন্যদিকে পুরাতন মালদা পুরসভা সংলগ্ন একটি পার্কেও একইভাবে “আই লাভ ওল্ড মালদা” লেখা সেলফি জোন গড়ে তোলা হয়েছে। যা তৈরি হতেই নেটিজেনদের দল উপচে পড়ছে। এইসব এলাকায় আর পুরো নির্বাচনের আগে শহর সাজানোর ক্ষেত্রে এখন সরগরম হয়ে উঠেছে মালদা দুটি পুরসভা। একে অপরকে টেক্কা দিতে শুরু হয়েছে সেলফি জোন তৈরীর পালা।

 

আর ও পড়ুন      আসানসোল স্টেশনের ইয়ার্ডে বসছে স্বয়ংক্রিয় পরিস্কারের মেশিন 

 

ইংরেজবাজার এবং পুরাতন মালদা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন সুমালা আগারওয়ালা ও বশিষ্ট্য ত্রিবেদী জানিয়েছেন,  পুরো ও নগরোন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় শহর সাজানোর কাজ শুরু হয়েছে‌। এতদিন মালদা শহরের এই ধরনের কোন পার্কে সেলফি জোন ছিল না। এই সেলফি জোনে বিশেষ করে পড়ুয়াদের মধ্যে আকর্ষণ বেড়েছে।

 

সারাদিন কাজ কর্মের পাশাপাশি মানুষ দিনের শেষে একটু বিশ্রাম করার জন্য জায়গার প্রয়োজন হয়। সেই পার্ক তৈরি এবং সেলফি জোন তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা পুরসভা থেকে করা হয়েছে। আগামী দিনে আরো উন্নয়নমূলক কাজ করা হবে। তবে বিরোধীদের অভিযোগ সঠিক নয় । নির্বাচনের সঙ্গে শহরের সৌন্দর্যায়নের কোন সম্পর্ক নেই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top