ঘাটাল মহকুমার পৌর ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলো বামফ্রন্ট

ঘাটাল মহকুমার পৌর ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলো বামফ্রন্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ঘাটাল

ঘাটাল মহকুমার পৌর ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলো বামফ্রন্ট।  পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের সুকুমার সেনগুপ্ত স্মৃতি ভবনে ঘাটাল মহকুমার ৫ টি পৌরসভা নির্বাচন উপলক্ষে বামফ্রন্ট প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হল। উপস্থিত  ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক তথা বামফ্রন্টের চেয়ারম্যান তরুণ রায়, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অশোক সাঁতরা, উত্তম মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এদিন মহকুমার পাঁচটি পুরসভার মধ্যে ঘাটাল, রামজীবনপুর এবং ক্ষীরপাই পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করে সিপিআইএম।দলের জেলা সম্পাদক তরুণ রায় বলেন, আমরা রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের সম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করছি।তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করতে চান তারা আমাদের সাথে আসতে পারেন। আমাদের প্রকাশিত প্রার্থী তালিকায় একজন ইউ সিপিআই প্রার্থী আছেন।
সমঝোতার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করব।

 

আর ও পড়ুন      বিপর্যয় কাটিয়ে ফের শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যাত্রা শুরু করলো টয় ট্রেন 

 

তরুণ বাবু আরও বলেন, জেতার লক্ষ্য নিয়ে আমরা নির্বাচনে লড়াই করছি, আশা করি আগের থেকে আমরা ভালো ফল করবো। কয়েকটি পুরসভায় আমরা সংখ্যাগরিষ্ঠ পেতে পারি। মানুষ আবার আমাদের ধীরে ধীরে সমর্থন করছেন। এবার প্রার্থী তালিকায় নতুন প্রজন্মকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

 

তরুণ বাবু বলেন, নির্বাচনী প্রস্তুতি আমরা শুরু করে দিয়েছি। ওয়ার্ড কমিটি গঠন হয়েছে এবং কর্মী সভা শুরু হয়েছে। এদিনের প্রকাশিত প্রার্থী তালিকায় যে আসনগুলি কংগ্রেসএর সাথে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেয়া হবে সেই আসনগুলির প্রার্থীদের নাম ঘোষিত হয়নি।ঘাটালে প্রার্থী তালিকা ঘোষনা হতেই দেওয়াল লিখন শুরু করলেন ঘাটালের ২ প্রার্থী চিন্ময় পাল এবং কাশীনাথ দত্ত।

 

উল্লেখ্য, ঘাটাল মহকুমার পৌর ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করলো বামফ্রন্ট।  পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের সুকুমার সেনগুপ্ত স্মৃতি ভবনে ঘাটাল মহকুমার ৫ টি পৌরসভা নির্বাচন উপলক্ষে বামফ্রন্ট প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হল। উপস্থিত  ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক তথা বামফ্রন্টের চেয়ারম্যান তরুণ রায়, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অশোক সাঁতরা, উত্তম মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন মহকুমার পাঁচটি পুরসভার মধ্যে ঘাটাল, রামজীবনপুর এবং ক্ষীরপাই পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ করে সিপিআইএম।

 

দলের জেলা সম্পাদক তরুণ রায় বলেন, আমরা রাজ্যের তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের সম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করছি।তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা লড়াই করতে চান তারা আমাদের সাথে আসতে পারেন। আমাদের প্রকাশিত প্রার্থী তালিকায় একজন ইউ সিপিআই প্রার্থী আছেন।
সমঝোতার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top