কলকাতায় ফের বলপূর্বক পর্ণগ্রাফি শুটিং, অভিযোগ নিউটাউন থানায়। রাজদীপ হাজরা শোভাবাজারের বাসিন্দা। তার অভিযোগ বেলঘড়িয়া নাসিব আক্তার নামে এক ব্যক্তি তাকে নিউটাউনে এক রুমে নিয়ে গিয়ে পর্নোগ্রাফি করতে বাধ্য করেন। অভিযোগ তাকে প্রথমে ওয়েব সিরিজ করার কথা বলা হয় পরে এই পর্নোগ্রাফি চক্রে ফাঁসানো হয় ।
রাজদীপ হাজরা সঙ্গে বিকি রায় নামে এক যুবক নাসিমা আক্তারের সাথে যোগাযোগ করায় । পরবর্তীতে বেলঘড়িয়া থানায় অভিযোগ জানাতে গেলে তাকে নিউটাউন থানায় পাঠানো হয় কারণ নিউটনের হোটেলে তাকে পর্ণগ্রাফি শুটিং করানো হয়েছিল সেই কারণে।
নিউ টাউন পর্ন ভিডিও কাণ্ডে অভিযোগকারী রাজদীপ হাজরা কে নিয়ে গেস্ট হাউস চিহ্নিতকরণ করল নিউটাউন থানার পুলিশ তাকে সঙ্গে নিয়ে আজ নিউটাউন থানার পুলিশ সেই গেস্টহাউসে যায় ইতিমধ্যেই নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে ঘটনা তদন্ত শুরু করতে চলেছে নিউ টাউন থানা।
আর ও পড়ুন বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মোৎসব
উল্লেখ্য, কলকাতায় ফের বলপূর্বক পর্ণগ্রাফি শুটিং, অভিযোগ নিউটাউন থানায়। রাজদীপ হাজরা শোভাবাজারের বাসিন্দা। তার অভিযোগ বেলঘড়িয়া নাসিব আক্তার নামে এক ব্যক্তি তাকে নিউটাউনে এক রুমে নিয়ে গিয়ে পর্নোগ্রাফি করতে বাধ্য করেন। অভিযোগ তাকে প্রথমে ওয়েব সিরিজ করার কথা বলা হয় পরে এই পর্নোগ্রাফি চক্রে ফাঁসানো হয় । রাজদীপ হাজরা সঙ্গে বিকি রায় নামে এক যুবক নাসিমা আক্তারের সাথে যোগাযোগ করায় ।
পরবর্তীতে বেলঘড়িয়া থানায় অভিযোগ জানাতে গেলে তাকে নিউটাউন থানায় পাঠানো হয় কারণ নিউটনের হোটেলে তাকে পর্ণগ্রাফি শুটিং করানো হয়েছিল সেই কারণে। নিউ টাউন পর্ন ভিডিও কাণ্ডে অভিযোগকারী রাজদীপ হাজরা কে নিয়ে গেস্ট হাউস চিহ্নিতকরণ করল নিউটাউন থানার পুলিশ তাকে সঙ্গে নিয়ে আজ নিউটাউন থানার পুলিশ সেই গেস্টহাউসে যায় ইতিমধ্যেই নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হচ্ছে ঘটনা তদন্ত শুরু করতে চলেছে নিউ টাউন থানা।