মহানন্দা নদীর ভাঙ্গন ঠেকাতে ঘাস লাগানোর কর্মসূচী

মহানন্দা নদীর ভাঙ্গন ঠেকাতে ঘাস লাগানোর কর্মসূচী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
মহানন্দা

মহানন্দা নদীর ভাঙ্গন ঠেকাতে ঘাস লাগানোর কর্মসূচী । মহানন্দা নদীর ভাঙ্গন ঠেকাতে পুরাতন মালদা পুরসভার বাঁধ সংলগ্ন এলাকাগুলিতে বিশেষ প্রজাতির “ভেটিভার” ঘাস লাগানোর কর্মসূচি গ্রহণ করলো তৃণমূলের যুব সংগঠন জয় হিন্দ বাহিনী। বৃহস্পতিবার সকালে পুরাতন মালদা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদী সংলগ্ন প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে এই ঘাস লাগানো হয়।

 

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন বশিষ্ঠ ত্রিবেদী , জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি কৃষ্ণ দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব । ভাঙন রোধের ক্ষেত্রে রাজ্য সরকার বিভিন্ন ধরনের পরকল্পনা গ্রহণ করেছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাঙ্গনের কাজ নিয়ে অসন্তোষও ছড়াচ্ছে। বিভিন্ন দিক খতিয়ে দেখেই জয় হিন্দ বাহিনীর সদস্যরা বিদেশী প্রজাতির ভেটিভার ঘাস ওই এলাকায় লাগানোর উদ্যোগ নিয়েছে। এই ঘাস রোপনের ফলে নদীর ভাঙ্গন অনেকটাই আটকানো সম্ভব বলেও দাবি করেছেন তৃণমূলের যুব সংগঠনের কর্মকর্তারা।

 

তৃণমূলের যুব সংগঠন জয় হিন্দ বাহিনীর জেলা সভাপতি কৃষ্ণ দাস বলেন,  সংগঠনের সদস্যদের কাছ থেকেই সাধ্যমত অর্থ সংগ্রহ করে প্রায় চার লক্ষ টাকা ব্যয়ে এই ঘাস কেনা হয়েছে। এদিন পুরাতন মালদার ৮ নম্বর ওয়ার্ডের মহানন্দা নদী সংলগ্ন এলাকায় দু কিলোমিটার জুড়ে এই ভেটিভার ঘাস লাগানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  এই ধরনের ঘাস মাটির নিচে ১৫ থেকে ২০ ফুট ছড়িয়ে যায়।

 

আর ও  পড়ুন    পাটের অভাব দেখিয়ে বন্ধ হয়ে গেলো ভাটপাড়ার রিলায়েন্স জুটমিল

 

যার ফলে নদীর বাঁধের গোড়াকে শক্ত করে । এতে ভাঙ্গন রোধ করা সম্ভব বলে নদী ভাঙ্গন বিশেষজ্ঞদের কাছ থেকেও এব্যাপারে জানা গিয়েছে। তারপরে মহানন্দা নদীর ভাঙ্গন ঠেকাতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । যদিও রাজ্য সরকার মালদার ভাঙ্গন রোধের ক্ষেত্রে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নিয়েছে । তার বাইরে এই সংগঠনের পক্ষ থেকে যতটা সম্ভব ভাঙন রোধের ক্ষেত্রে আমরা এগিয়ে এসে এই ধরনের কাজ করছি।

 

পুরাতন মালদা পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন বশিষ্ট্য ত্রিবেদী জানিয়েছেন,  শহরের অধিকাংশ এলাকা মহানন্দা নদী বেষ্টিত। এক্ষেত্রে কোথাও কোন সমস্যা দেখা দিলে এই ধরনের ঘাস ভাঙ্গনরোধে অনেকটাই কাজ করবে।  এদিন দলের ওই যুব সংগঠনের সদস্যরা বাঁধ রোড সংলগ্ন এলাকায় ঘাস রোপন করে ভাঙ্গনরোধে পরিকল্পনা নিয়েছে। আপাতত দুই কিলোমিটার এলাকায় এদিন এই ঘাস রোপন করা হয়েছে। যদি এতে সাফল্য আসে , তাহলে আগামীতে পুরাতন মালদার নদী সংলগ্ন এলাকার সমস্ত জায়গায় এই বিশেষ প্রজাতির ঘাস রোপন করে ভাঙ্গান ঠেকানোর উদ্যোগ নেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top