শহীদ তিতুমীরের ২৪১ তম জন্মদিন উদযাপন নারকেলবেড়িয়ায়

শহীদ তিতুমীরের ২৪১ তম জন্মদিন উদযাপন নারকেলবেড়িয়ায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
উদযাপন

শহীদ তিতুমীরের ২৪১ তম জন্মদিন উদযাপন নারকেলবেড়িয়ায়। শহীদ তিতুমীর ২৪১ তম জন্মদিন উপলক্ষে উত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের নারকেলবেড়িয়ার বাঁশেরকেল্লার পূণ্যভূমিতে বৃহস্পতিবার পালিত হল নানা কর্মসূচি। এদিন শহীদ তিতুমীর স্মৃতি ভবনে প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন বাদুড়িয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপর্ণা বিশ্বাস।

 

সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির আধিকারিক রাহুল রায় , বন ও ভূমি কর্মাধ্যক্ষ সম্বরণ মিস্ত্রি। তিতুমীরের নিজস্ব ভাবনা অনুযায়ী বাঘের মুখের ছবি সম্বলিত শহীদ তিতুমীর মিশনের পতাকা উত্তোলন করেন রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান নুর ইসলাম লস্কর ও শহীদ তিতুমীর মিশনের সম্পাদক রবিউল হক।

 

এদিন বিডিও সুপর্ণা বিশ্বাস জানান, এলাকার মানুষের দাবি অনুযায়ী, নারকেলবেড়িয়ার কারবালা ও তিতুমীরের এই পূণ্যভূমিতে আগত মানুষদের সুবিধার জন্য এখানে একটি পানীয় জল ও শৌচাগার এবং দুটি হাই মার্চ লাইট এর ব্যবস্থা করা হচ্ছে। খুব শীঘ্রই এর কাজ শুরু হবে। নারকেলবেড়িয়া তিতুমীর স্মৃতি সংঘ এর পরিচালনায় এদিন অনুষ্ঠানে তিতুমীরের জন্মদিনের একটি বিশালাকৃতির কেক কাটা হয়।

 

এই অনুষ্ঠান মঞ্চ থেকে শহীদ তিতুমীর মিশনের সম্পাদক রবিউল হক দাবি তোলেন, ঐতিহ্যমণ্ডিত গ্রাম হিসেবে নারকেলবেড়িয়া ও তিতুমীরের জন্মস্থান হায়দারপুর- চাঁদপুর গ্রাম দুটিকে হেরিটেজ করা হোক। একই সঙ্গে তিতুমীরের দরিদ্র বংশধররা স্বাধীনতা সংগ্রামীর পরিবার হিসেবে যাতে সরকারি ভাতা পায় তার ব্যবস্থা করা হোক। সেইসঙ্গে মসলন্দপুর থেকে তেঁতুলিয়া পর্যন্ত তিতুমীর সরণি নাম দিয়ে নারকেলবাড়িয়া ঢোকার মুখে তিতুমীরের নামে একটি স্হায়ী তোরণ তৈরি করা হোক।

 

আর ও পড়ুন    মধ্যমগ্রামের একটি বেসরকারী রং কারখানায় ভয়াবহ আগুন

 

রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান নুর ইসলাম লস্কর জানান, তিতুমীরের জন্য আমরা গর্বিত। তার স্মৃতি ধরে রাখার জন্য যা যা করা দরকার সেই সব দাবি আমরা যথাযথ জায়গায় পৌঁছে দেব। একইসঙ্গে এলাকার রাস্তাঘাট পানীয় জল ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের জন্য সচেষ্ট থাকব। জন্মদিন উপলক্ষে শহীদ তিতুমীর স্মৃতি সংঘ দুদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার উদ্বোধনী দিনে আটঘরা বিকাশ কেন্দ্রের সহযোগিতায় স্থানীয় মেয়েদের আদিবাসী নৃত্য পরিবেশন করা হয়।

 

পাশাপাশি একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এছাড়া শুক্রবার দিনভর গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও মূকাভিনয়ের ব্যবস্থা করা হয়েছে বলে তারা জানায়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতুমীরের সপ্তম বংশধর সৈয়দ মদত আলী জায়দি, স্বরূপনগর বিধানসভার বিধায়ক বীনা মন্ডল, জেলা পরিষদের সেচ ও কৃষি কর্মাধ্যক্ষ বোরহানুল মোকাদ্দেম লিটন, পঞ্চায়েতের উপপ্রধান জগদীশ মণ্ডল, শহীদ তিতুমীর মিশনের সভাপতি সোভান মন্ডল, নারকেলবাড়িয়া শহীদ তিতুমীর স্মৃতি সংঘের সম্পাদক মিন্টু লস্কর প্রমুখ।

 

উল্লেখ্য,শহীদ তিতুমীর ২৪১ তম জন্মদিন উদযাপন নারকেলবেড়িয়ায়। শহীদ তিতুমীর ২৪১ তম জন্মদিন উপলক্ষে উত্তর ২৪ পরগনা জেলার  বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের নারকেলবেড়িয়ার বাঁশেরকেল্লার পূণ্যভূমিতে বৃহস্পতিবার পালিত হল নানা কর্মসূচি। এদিন শহীদ তিতুমীর স্মৃতি ভবনে প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন বাদুড়িয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক সুপর্ণা বিশ্বাস।সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির আধিকারিক রাহুল রায় , বন ও ভূমি কর্মাধ্যক্ষ সম্বরণ মিস্ত্রি। তিতুমীরের নিজস্ব ভাবনা অনুযায়ী বাঘের মুখের ছবি সম্বলিত শহীদ তিতুমীর মিশনের পতাকা উত্তোলন করেন রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান নুর ইসলাম লস্কর ও শহীদ তিতুমীর মিশনের সম্পাদক রবিউল হক।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top